সমগ্র বেদকে কত ভাগে বিভক্ত করা হয়েছে?
সংহিতা কত প্রকার?
সংহিতাগুলোকে একত্রে কী বলা যায়?
বেদের কয়টি অংশ?
বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে তাকে কী বলা হয়?
আরণ্যক কী?
'উপ' অর্থ কী?
উপনিষদের বিষয়বস্তু কী?
'ব্রহ্মজ্ঞান' বিশেষভাবে কোন ধর্মগ্রন্থের বিষয়বস্তু?
কয় খানা উপনিষদ প্রাচীন উপনিষদ বলে খ্যাত?
কোন গ্রন্থকে উপনিষদের সারকথা বলা হয়েছে?
‘ঐতরেয়, কঠ, কেন, ছান্দোগ্য'— এগুলোকে কী বলা হয়?
তপনকে তার দাদা কোন ধর্মগ্রন্থ পাঠের নির্দেশ দিয়েছেন?
উক্ত ধর্মগ্রন্থের জ্ঞান তপনকে— i. ঈশ্বরের প্রশংসা করতে সহায়তা করবেii. প্রাচীন সংগীত সম্পর্কে ধারণা দেবেiii. দেবতাদের শক্তি ও গুণ সম্পর্কে ধারণা দেবে
নিচের কোনটি সঠিক?
বেদপাঠের সহায়ক গ্রন্থ কোনটি?
বেদাঙ্গগুলো কীসে রচিত?
বেদাঙ্গ কত প্রকার?
নির্ভুলভাবে বৈদিক শব্দ উচ্চারণের পদ্ধতিকে কী বলে?
বেদাঙ্গের অন্যতম অঙ্গ হচ্ছে -
উপনিষদ পাঠের মাধ্যমে আমরা
i.. নিরাকার পরম ব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ করিii. দেবদেবীর ধারণা লাভ করিiii. আত্মারূপে ঈশ্বরের অবস্থানের বিষয়টি জানতে পারি
ব্রাহ্মণের অংশ হলো -
i. আরণ্যকii. পুরাণiii. উপনিষদ
বেদাাে শিক্ষা বলতে যা বোঝানো হয়েছে—
i. ধ্বনিতত্ত্ব
ii. বৈদিক শব্দ উচ্চারণের পদ্ধতি
iii. নির্ভুল শনাক্তকরণ
সনাতন ধর্মের ভিত্তি মূলে কী রয়েছে?
বেদের জ্ঞানকে কীভাবে উপলব্ধি করতে হয়?
কোন গ্রন্থে বিভিন্নভাবে ঈশ্বর ও দেবতাদের স্তুতি বা প্রশংসা করা হয়েছে?
ঋষিগণ ঈশ্বরের বাণী শুনেছেন কীভাবে?
বেদকে অপৌরুষেয় বলার কারণ কী?
কোনটি অপৌরুষেয়?
অপৌরুষেয় শব্দের অর্থ কী?
বৈদিক যুগে উপাসনার পদ্ধতি কী ধরনের ছিল?
স্বর্গের দেবতা কে?
কীভাবে ঋষিরা দেবতাদের আহ্বান করতেন?
কৃষ্ণদ্বৈপায়ন বেদকে কয় ভাগে ভাগ করেন?
সমগ্র বেদকে কতটি ভাগে ভাগ করা হয়েছে?
সংহিতা মানে কী?
'ঋক্' শব্দের অর্থ কী?
একই দেবতার উদ্দেশ্যে রচিত মন্ত্রসমূহকে কী বলে?
ঋগবেদের মূল বৈশিষ্ট্য কী?
ইন্দ্ৰ বয়ং মহাধন' এই মন্ত্রটি ঋগ্বেদ-এর কত নম্বর মণ্ডল থেকে নেওয়া হয়েছে?
যজুর্বেদের প্রধান বর্ণনার বিষয় কী?
কীভাবে বর্ষপঞ্জি বা ঋতু সম্পর্কিত ধারণা গড়ে উঠেছে?
দ্বাদশবর্ষব্যাপী যজ্ঞ কোন বেদের অন্তর্ভু?
যজ্ঞের জন্য বেদী নির্মাণ কৌশল কোন বেদের অন্তর্গত?
ভূমি পরিমাপ বিদ্যার উদ্ভব ঘটেছে কোন বেদের মাধ্যমে?
গদ্য ও পদ্য উভয় রীতি ব্যবহার করে রচিত হয়েছে—
ঋগবেদ ও সামবেদের মধ্যে মিল কোথায় ?
কৃষ্ণযজুর্বেদের অপর নাম কী?
‘বাজসনেয়ী' সহিংসতার অপর নাম কী?
কৃষ্ণযজুর্বেদে কয়টি কাণ্ড রয়েছে?