বিশেষ পরিস্থিতিতে মানুষ কীসের আশ্রয় নেয়?
ধর্মের বিশেষ লক্ষণ হলো—
i. বেদii. সদাচারiii. সংযমী হওয়া
নিচের কোনটি সঠিক?
ধর্ম-অধর্ম নির্ণয়ে হিন্দুধর্মের বিশেষ লক্ষণ হলো—
i. স্মৃতিশাস্ত্রii. বিবেকের নির্দেশiii. ধর্মচর্চা
বৈদিক যুগে ধর্ম-কর্ম কীরূপে নির্ধারিত ছিল?
মানুষ মুক্তিলাভের জন্য কী ধরনের চিন্তা করতে থাকে?
কোন যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়?
দ্বাপর যুগে হিন্দুধর্মের বিকাশ ঘটেছে কীভাবে?
সমস্ত বিশ্ব জগৎকে ভগবানের কোনটি হিসেবে মনে করতে হবে?
নিষ্কামকর্ম তথা কর্মযোগের বিষয়টি কোন গ্রন্থে বলিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে?
কোন যোগ অনুশীলন করে মানুষ মুক্তিলাভ করতে পারে?
কার প্রচেষ্টায় সমাজে প্রেমভক্তির প্রবাহ সৃষ্টি হয়?
শ্রীচৈতন্যদেবের প্রচারিত ধর্মের নাম কী?
হিন্দুধর্ম বিকশিত হয়েছে কীভাবে?
ঊনবিংশ শতকে মূর্তিপূজার পরিবর্তে কোনটি আসে?
কোন শতকে হিন্দুধর্মে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আচার-আচরণে সংস্কার সাধন করা হয়?
'মূর্তিপূজার মাধ্যমে মানুষ ঈশ্বরলাভ করতে পারে' এ কথার প্রাণপুরুষ কে ছিলেন?
কে হিন্দুধর্মে পুরাতন ও নতুন চিন্তাধারার সমন্বয় ঘটায়?
পৌরাণিক যুগে হিন্দুধর্মের বিকাশ হয়েছে কীভাবে?
প্রেমভক্তিমূলক বৈষ্ণব ধর্মের প্রধান লক্ষ্য ছিল —
i. ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করাii. সমাজে বর্ণভেদ দূর করাiii. শান্তি স্থাপন করা
হিন্দুধর্মে বর্ণ বিভাগ কী অনুসারে প্রচলিত হয়েছে?
হিন্দুধর্মে কর্ম ও জীবিকা অনুসারে কয়টি বর্ণের সৃষ্টি হয়েছে?
ক্ষত্রিয়দের ধর্ম কী?
মৃত্যুঞ্জয়ের ধর্মীয় গ্রন্থের নাম বেদ। সে চতুবর্ণের দ্বিতীয় বর্ণের লোক। মৃত্যুঞ্জয়ের বর্ণ কোনটিকে নির্দেশ করছে?
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার বর্ণের কথা জানা যায় কোন গ্রন্থ থেকে?
কীসের ভিত্তিতে সমাজে চতুবর্ণের সৃষ্টি হয়েছে?
হিন্দুশাস্ত্রে বর্ণপ্রথার প্রচলন হয় কীসের ভিত্তিতে?
কর্মের যোগ্যতা অনুসারে হিন্দুধর্মে কী প্রচলিত?
যারা জ্ঞান-বুদ্ধিতে উন্নত তাদের কী বলা হয়?
শাসক কিংবা যুগ্মকারী সম্প্রদায়ভুক্ত ব্যক্তি হচ্ছেন -
দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন –
রতন ব্রাহ্মণ সন্তান। সে ব্যবসা-বাণিজ্য করে। তাকে কোন বর্ণের লোক বলা যাবে?
বিশ্বামিত্র কোন বর্ণের রাজা ছিলেন?
বিশ্বামিত্র তপস্যার বলে কী লাভ করেছিলেন?
অনুকূল ঠাকুর ৭৫ বছর পরবর্তী ধর্মানুশীলনে আত্মনিয়োগ করলেন। এখানে অনুকূল ঠাকুর আশ্রমধর্মের কোন পর্যায়ে আছেন?
প্রাচীনকালে ঋষিগণ মানব জীবনকে কয়টি পর্যায়ে বিভক্ত করেন?
মানব জীবনের তৃতীয় স্তর হলো—
আশ্রমধর্ম কয় প্রকার?
ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটিকে একত্রে কী বলে ?
ব্রহ্মচর্য আশ্রমের ঠিক পরের আশ্রমের নাম কী?
চতুরাশ্রম বলতে কী বোঝায়?
মানুষের পূর্ণাঙ্গ জীবনকালকে কত বছর ধরা হয়?
লেখাপড়া শেখানো হয়. কোন আশ্রমে?
ছাত্র জীবন কোন আশ্রমের অন্তর্ভুক্ত?
মানুষের জীবদ্দশার প্রথম ২৫ বছরকে কী বলে?
ব্রহ্মচর্য আশ্রমের ব্যাপ্তিকাল কত বছর পর্যন্ত?
বিপীন বাবুর বয়স চল্লিশ বৎসর। তিনি চাকরি ও সংসার ধর্ম পালন করছেন। আশ্রম ধর্ম অনুযায়ী তিনি কোন স্তরে অবস্থান করছেন?
বিদ্যাশিক্ষা অর্জনে অবনিকান্ত তার ছেলেকে গুরুগৃহে পাঠালেন। আশ্রম ধর্মানুসারে অবনিকাশের ছেলে কত বছর ব্রহ্মচর্য পালন করবে?
. কোন যুগে সমাজ জীবনে সন্ন্যাসের পরিবর্তে কর্মের গুরুত্ব দেওয়া হয়?
কোন যুগে কোনো পাপকর্ম ছিল না?
কলিযুগে কোন অবতারের আগমন ঘটেছিল?