সমাজে কয়টি বর্ণ রয়েছে?
যারা ব্রহ্মজ্ঞানে বুদ্ধিমত্তাসম্পন্ন তাদের কী বলা হয়?
শাসক ক্ষত্রিয় কোন গুণ দ্বারা প্রভাবিত হন?
যারা শাসক কিংবা যুদ্ধকারী সম্প্রদায়ভুক্ত তাদের কী বলা হয়?
যুদ্ধের মাঠে যুদ্ধ করা কাদের ধর্ম?
যারা ব্যবসায়ী সম্প্রদায়ভুক্ত তাদের কী বলা হতো?
গোপাল সাহেব একজন নামকরা ব্যবসায়ী। ব্যবসার সকল বিষয় তিনি ভালো বোঝেন। প্রকৃতি, গুণ ও কর্মগুণে গোপাল সাহেব কোন বর্ণের মানুষ?
শ্রমজীবী ব্যক্তি কোন সম্প্রদায়ভুক্ত?
গীতায় প্রাধান্য দেওয়া হয়েছে কোনটিকে?
নিষ্কাম কর্মযোগের কথা তুলে ধরা হয়েছে কোন গ্রন্থে?
'কর্ম করতে হবে ভোগ-আকাঙ্ক্ষা বাদ দিয়ে'- কথাটি কে বলেছেন?
ছাত্রাণাম্ অধ্যয়নং তপঃ- এর অর্থ কী?
'সর্ববিষয়ে সকলের প্রতি যাঁর আচরণ সমতাপূর্ণ, তিনিই শ্রেষ্ঠ'- এটি কোন গ্রন্থে বলা হয়েছে?
ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা বা ভালোবাসাকে কী বলা হয়?
ডক্ত কেমন হবেন?
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা দেয় কোন গ্রন্থ?
গীতায় কর্ম করতে বলা হয়েছে কেন?
হিন্দুধর্মে চারটি বর্ণ সৃষ্টি হয়েছে—
i. প্রকৃতির গুণ অনুসারেii. বংশ মর্যাদা অনুসারেiii. কর্মের বিভাগ অনুসারে
নিচের কোনটি সঠিক?
'পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম'- উক্তিটি কোথায় বলা হয়েছে?
'আত্মার ধ্বংস নেই'- এ শিক্ষণীয় কথা কোথায় উল্লেখ আছে?
কীসের শিক্ষা মৃত্যুকে ভয় না করে ভালো কাজে এগিয়ে যাওয়ার সাহস যোগায়?
এ বিশাল বিশ্বে যা কিছু আছে সবই কার মধ্যে বিদ্যমান?
কারা ঈশ্বরকে হৃদয়ে অনুভব করেন?
জ্ঞান , কর্মের ও ভক্তির সমন্বয় করা হয়েছে কোথায়?
প্রভা রানি কোন ধর্মগ্রন্থটি পাঠ করেন?
উক্ত গ্রন্থে বর্ণিত হয়েছে—
i. জ্ঞানী ভক্তের কথাii. মোক্ষলাভের কথাiii. আত্মার কথা
হিন্দুধর্মশাস্ত্রে ধর্মের লক্ষণসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
'দৃ' ধাতুর অর্থ-
'ধু' কোন ভাষার শব্দ?
দৃ-ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যোগ হয়ে ধর্ম শব্দটি গঠিত হয়?
'ধর্ম' শব্দটি দ্বারা কী বোঝায়?
মানুষের ধর্ম কোনটি?
নিচের কোনটি হিন্দুধর্মের সাধারণ লক্ষণ?
রুদ্র করোনা টেস্ট করাবে। কিন্তু সে জানে না কোথায় করোনা টেস্ট করানো হয়। তখন প্রতিবেশী সজীবের কাছে জানতে চাইলে সে তাকে সঠিক তথ্য বলে দেয়। সঙ্গীবের আচরণে ধর্মের কোন সাধারণ লক্ষণটি প্ৰকাশ পায়?
একজন আদর্শ মানুষ হতে তার মধ্যে কয়টি গুণ থাকা বাঞ্ছনীয়?
ধর্ম কাকে বিশেষভাবে ধারণ করে রয়েছে?
ধর্ম-
i. সৃষ্টিকে ধারণ করে রয়েছেii. ধার্মিককে রক্ষা করেiii. মানুষকে অর্থবান করে
নিচের কোনটি ধর্মের বিশেষ লক্ষণ?
ধর্মের বিশেষ লক্ষণের বিশেষত্ব কী?
সনাতন ধর্মের ভিত্তিমূলে রয়েছে কী?
হিন্দুধর্মের আদি ধর্মগ্রন্থ কোনটি?
বেদ শব্দের অর্থ কী?
বেদগ্রন্থে কার বাণী লিপিবদ্ধ হয়েছে?
বেদ কয় ভাগে বিভক্ত?
কোন গ্রন্থের মতামত ঠিক রেখে স্মৃতিশাস্ত্র রচিত হয়েছে?
বেদের পরে সবরকম কর্তব্যকর্মের উপদেশ নিয়ে রচিত কোন গ্রন্থ?
আকাশের মধ্যে ধর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
উক্ত গুণগুলোর কারণে সে লাভ করতে পারবে—
i. মোক্ষলাভii. মনুষ্যত্ববোধiii. আদর্শ মানুষ
শরৎবাবু বেদ পরবর্তী গ্রন্থকে কর্তব্যকর্মের উপদেশ হিসেবে মূল্যায়ন করেন। এখানে শরৎবাবু কোন গ্রন্থের ইঙ্গিত দিলেন?
কোন শাস্ত্রের নিয়ম, নির্দেশ মেনে চললে ধর্মাধর্ম নির্ণয় করা সহজ হয়?