বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমার ফলে আর্দ্রতা কমে যায়।
পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ শুক্র।
কোন বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল বলে।
CFC এর পূর্ণরূপ Chlorofluorocarbon ।
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ ৪ গুণ বেশি।
সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য হলো 'পায়ের আওয়াজ পাওয়া যায়'।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ।
‘’সোজন বাদিয়ার ঘাট’’ কাব্যগ্রন্থটির রচয়িতা পল্লী কবি জসীম উদ্দীন।
ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর (রাজশাহী)।
‘‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি' গানটির সুরকার আবদুল গাফ্ফার চৌধুরি।
বঙ্গবন্ধুর 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি।
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।
বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমার দেশের সীমানা রয়েছে।
আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডসের দ্যা হেগে অবস্থিত।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি নাটক হলো রক্তকবরী।
পুতুল নাচের ইতিকথা' একটি উপন্যাস।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয়।
বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নাম চর্যাপদ।