একটি লগ বই তৈরি করতে ১০০ তা কাগজ লাগে। ৬০,০০০ তা কাগজ দিয়ে কয়টি লগ বই তৈরি করা যাবে?
সরল করুনঃ ৩+ ১৪-১০×২০-১৫+৩০
৩৩৩ × ৪= ?
৬.৩ ×১০=?
২ টি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে ৮০,০০০ টাকা । একটি ছাগলের মূল্য ১০,০০০ টাকা হলে একটি গরুর মূল্য কত?
একটি স্কাউট দলকে ৯, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?
একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে?
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর।
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ ax2 +(ab-1) x-b
একটি স্টিমারে যাত্রী সংখ্যা ৩৭৬ জন। ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার তিনগুন। ডেকেনা যাত্রীর মাথাপিছু ভাড়া ৬০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ৩৩৮৪০ টাকা হলে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত?
একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতার ক্রয়মূল্য কত?
কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলে ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
2x+2x=3 হলে x2+1x2 এর মান কত?
x4-x2 +1=0 হলে x3+1x3= ?
একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করুন ।
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তাহলে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
x - 1x = 5 হলে, x + 1x2 এর মান নির্ণয় করুন।
x + y - 4 হলে, x3 + y3 + 12xy এর মান নির্ণয় করুন।
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা | দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। | ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।