কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা । মুনাফা, আসলের ৮ ভাগের ৩ ভাগ (৩/৮) হলে, আসল ও মুনাফার হার নির্ণয় কর।
a+b+c=15 এবং a2+b2+c2=83 হলে ab+ba+ca এর মান কত?
একটি শ্রেণীতে ১০০ জন ছাত্র ছিল। বার্ষিক পরীক্ষার ৯৪ জন ছাত্র গণিতে পাশ করেছে, ৮০ জন ইংরেজিতে পাশ করেছে ও ৭৫ জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে?
বিন্দু, রেখা ও কোণ কাকে বলে?
In a class of 78 students 41 are taking French, 22 are taking German. Of the students taking French or German, 9 are taking both courses. How many students are not enrolled in either course?
Train X leaves New York at 10:00AM and travels east at a constant speed of x miles per hour. If another Train Y leaves New York at 11:30AM and travels east along the same tracks at speed 4x/3, then at what time will Train Y catch Train X?
When the price of oranges is lowered by 40%, 4 more oranges can be purchased for Tk. 12 than can be purchased for the original price. How many oranges can be purchased for Tk. 24 at the original price?
If the mean of numbers 28, x, 42, 78 and 104 is 62, what is the mean of 48, 62, 98, 124 and x?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে, পুত্রের বয়স কত?
একটি দ্রব্য ৮৮০ টাকায় বিক্রয় করলে ১২০ টাকা লোকসান হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার এবং ১০০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে, বাগানটির ক্ষেত্রফল পূর্বের তুলনায় কত বর্গমিটার বৃদ্ধি পাবে?
a + b = 50 এবং ab = 30 হলে a2 – b2 এর - মান কত?
একটি বৃত্ত অঙ্কন করে তার ব্যাস এবং জ্যা চিহ্নিত কর।
ABCD রম্বসের ∠A = 60° হলে ∠D =কত?
ABC ত্রিভুজের ∠B ও ∠C সমদ্বিখন্ডকদ্বয় ∠O বিন্দুতে ছেদ করেছে। ∠A = 50° হলে ∠BOC=?
সীমা ও সিথির বয়সের অনুপাত ৫ : ৪। তাদের বয়সের অন্তরফল হচ্ছে ৭ বছর। ৭ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
x - 6x = 1 হলে 6x2 + x + 1 এর মান কত?
যদি x – y = 8 এবং xy = 65 হয়, তবে x3 - y3 - 16 (x – y )2 এর মান কত?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর; যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিড়ে ২ ঘণ্টায় ৭.৫০ কি. মি. দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৩ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?