ABC ত্রিভুজের ∠B ও ∠C সমদ্বিখন্ডকদ্বয় ∠O বিন্দুতে ছেদ করেছে। ∠A = 50° হলে ∠BOC=?
a2-b2 ও a2+2ab+b² এর ল.সা.গু নির্ণয় করুন।
একটি বৃত্তের অন্তর্লিখিত সামন্তরিকের দুই বাহুর দৈর্ঘ্য ৩সে.মি. এবং ৪সে.মি. হলে ঐ বৃত্তের ব্যাসার্ধ কত?
নদীপথে বরিশাল থেকে কোন স্থানে যেতে ১০ ঘন্টা সময় লাগে। আবার ঐ স্থান থেকে বরিশাল ফিরে আসতে দ্বিগুণ সময় লাগে। যদি লঞ্চের প্রকৃত গতিবেগ ২১ কি.মি. হয় তাহলে বরিশাল থেকে ঐ স্থানের দূরত্ব কত কি.মি.?
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হবে। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।