একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হবে। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
একটি নল দ্বারা ১২ মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ১ মিনিটে তা থেকে ১৫ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি ৪৮ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
ট্রাপিজিয়াম এর সংজ্ঞা লিখ।
ABC ত্রিভুজের ∠B ও ∠C সমদ্বিখন্ডকদ্বয় ∠O বিন্দুতে ছেদ করেছে। ∠A = 50° হলে ∠BOC=?
১০ টাকায় ১০টি এবং ৮টি দরে সমান সংখ্যক লিচু খরিদ করে ১০ টাকায় ৯টি দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
x + y = 4 হলে x3 + y3 + 12xy এর মান কত?