ট্রাপিজিয়াম এর সংজ্ঞা লিখ।
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হবে। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২সে.মি, ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে.মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
x+ab+c+2a+x+bc+a+2b+x+ca+b+2c=3 হলে x এর মান নির্ণয় করুন?
কোন ভগ্নাংশটি বৃহত্তম?
(ক) 23 (খ) 45 (গ) 1315 (ঘ) 2330
পিতা ও পুত্রের বর্তমান ব্যাসের অনুপাত ৭ :২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?