১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর।
১,৭৫০ গ্রাম খেুজরের দাম ৭০০ টাকা হলে আধা কেজি খেজুরের দাম কত?
২ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ক বর্গ সেন্টিমিটার?
টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
দৈনিক ৬ ঘণ্টা ১০ জন লোক একটি কাজ ৭ দনে করতে পারে। দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করলে ১৪ জনে ঐ কাজটি ৬ দিনে করতে পারবে?