টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
মামুন ও তপনের আয়ের অনুপাত ৪: ৩। তপন ও বশিরের আয়ের অনুপাত ৫ : ৪। মামুনের আয় ১২০ হলে বশিরের আয় কত?
জনাব 'ব' এর মূল বেতন ১৪,০০০ টাকা। তিনি প্রতি মাসে মূল বেতনের ৪০% বাড়ী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং মূল বেতনের ৮% মহার্ঘ ভাতা পান। তার বাসা ভাড়া বাবদ ৪০00 টাকা, মাসিক খরচ ৯০০০ টাকা এবং চিকিৎসা বাবদ ১,২০০ টাকা খরচ হয়। খরচ বাদে বছরে 'ব' এর নীট সঞ্চয় কত থাকে?
একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে?
a2 - 9b2 + (a+b)3
p+q=3, pq=2 হলে p2+q2 এর মান কত?