একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে?
টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
দৈনিক ৬ ঘণ্টা ১০ জন লোক একটি কাজ ৭ দনে করতে পারে। দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করলে ১৪ জনে ঐ কাজটি ৬ দিনে করতে পারবে?
x + 1x = 1 হলে x2+ 1x2x4+ 1x4 এর মান কত?
একজন ডিম বিক্রেতা প্রতিটি ৮ টাকা ধরে ১২০০ ডিম ক্রয় করার পরে এক-তৃতীয়াংশ ডিম পঁচে গেল। অবশিষ্ট প্রতিটি ডিম কী দরে বিক্রি করলে বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না?
কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩৮ অংশ হালে আসল ও মুনাফার হার নির্ণয় করুন।