সরল করুনঃ ৩+ ১৪-১০×২০-১৫+৩০
১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ ১৪ দিনে করতে পারে, তাহলে ৮জন পুরুষ এবং ১৬ জন মহিলার একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
x4+x2-20 এর উৎপাদক বিশ্লেষণ কর?
কোন মূলধন ৩ বছরে সুদে মূলে ১১,০০০ টাকা হয় এবং সুদ আসলের তিন অষ্টমাংশ হলে সুদের হার কত?
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটা, গ্রন্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
একটি বস্তা চাল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ঐ বিক্রেতার ৫% লাভ হতো। এক বস্তা চালের ক্রয়মূল্য কত?