একটি স্টিমারে যাত্রী সংখ্যা ৩৭৬ জন। ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার তিনগুন। ডেকেনা যাত্রীর মাথাপিছু ভাড়া ৬০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ৩৩৮৪০ টাকা হলে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত?
x6 -64
এক ব্যক্তি অফিসে প্রতি উপস্থিতির দিন ২০ টাকা পাবে এবং অনুপস্থিতির দিন ৫ টাকা জরিমানা দেয়ার শর্তে কাজ করে। লোকটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ৩৮০ টাকা পায়। সে কতদিন অফিসে উপস্থিত ছিল?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। পুত্র ও মায়ের সমষ্টি ৭৩ বছর। মায়ের বয়স পুত্র অপেক্ষা ৩৪ বছর বেশি। কার বয়স কত?
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত?
If a=3, b=2, c=4, d=1, find the value of: ab+(c-d)2.