একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে লাগল। বানরটি যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে?
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন?
প্রমাণ করুন যে, a+b4-a-b4=8aba2+b2
যদি a=3+2 হয়, তবে প্রমাণ করুন যে, a3+1a3=183
দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটিতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?
x2 - 3x + 1 = 0 হলে, x3 + 1x3 এর মান কত?
একজন ব্যবসায়ী প্রতিটি ১৫ টাকা দরে ও প্রতিটি ৮ টাকা দরে সমান সংখ্যক আম ক্রয় করে প্রতিটি আম ১২ টাকা দরে বিক্রয় করল। এতে তার ৮০ টাকা লাভ হলো। সে মোট কতগুলো আম ক্রয় করেছিল।
উৎপাদকে বিশ্লেষণ করুন: a4 + 4
বনভোজনের যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। কিন্তু ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ৩ টাকা ভাড়া বৃদ্ধি পেল। বাসে কত জন যাত্রী গিয়েছিল।
উৎপাদকে বিশ্লেষণ করুন
x6-10x3 + 21
কোন পরীক্ষায় ৬০% জন পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে এবং ৪০% পরীক্ষার্থী গণিতে ফেল করে, ২০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে ১২০ জন পরীক্ষার্থী পাশ করলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ এবং ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বারেই ৬ অবশিষ্ট থাকবে?
ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে চলমান ৩২০ মিটার দৈর্ঘ্যের ১টি ট্রেনের ১৮০ মিটার দীর্ঘ প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
2x+2=3x হলে 2x2+2x2 এর মান কত?
কোন বৃত্তের কেন্দ্র O: A. P. B তিনটি পরিধিস্থ বিন্দু এর
মান নির্ণয় কর:
a+b = 3, (a-b) = 2, ab = 5 হলে (a2 -b2) + (a2 +b2) এর মান কত হবে?
উৎপাদকে বিশ্লেষণ কর:
2ax-y+4bx-y
একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৫৪০ মিটার। এর দৈর্ঘ্য ২৭ মিটার হলে গ্রন্থ কত ইঞ্চি হবে?
কোন শহরের বর্তমান জনসংখ্যা ৬০ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
বিপ্রতীপ কোণ