5. 52 এর মান কত ?
লাবিব কিছু কলম কিনে তার ২৫ অংশ তার বাবাকে দিল। অবশিষ্ট কলমের ১৩ অংশ তার বোনকে দিল। বোনকে দেয়ার পর অবশিষ্ট কলমের ৫৮ অংশ তার ভাইকে দিল এবং সবশেষে তার কাছে ১২টি কলম রইল। সে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল?
কোনো একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
বার্ষিক শতকরা ৬ টাকা হারে ১০০০ টাকার ৫ বছরের সরল মুনাফা কত?
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, তবে ১২ জন লোক ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
-2+-2--2-2 এর মান কত?
যদি p=3+2 হয়, তাহলে p2 এর মান কত ?
0.2×0.02×0.002×0.0002= ?
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে লাভ বা ক্ষতির পরিমাণ শতকরা কত ?
পিতা-পুরোর বয়সের সমরি ৬২ বছর। এক বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ১। এখন তাদের বয়স কত?
২টি সংখ্যার যোগফল ১০ এবং বিয়োগফল ২ হলে, ছোট সংখ্যাটি কত?
এক ব্যক্তি ১,০০০ টাকা ৩ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখে। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম ২ বছরের জন্য ১০% হারে এবং শেষের বছরে ৫% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। ৩ বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে?
অসীম ৬ কিমি/ঘন্টা গতিতে অফিসে যায় এবং B কিমি/ঘন্টা বেগে তার বাড়িতে ফিরে আসে। যদি তার সব মিলিয়ে ১০ ঘণ্টা সময় লাগে, তাহলে তার অফিস ও বাসার মধ্যে দূরত্ব কত?
একটি আয়তাকার ঘরের ক্ষেত্রফল ১২০০ বর্গমিটার। প্রতিটি ৬২ টাকা মূল্যের ৪০ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার টাইলসের দ্বারা ঘরের মঝে তৈরি করা হয়। মেঝের টাইলস লাগাতে মোট কত খরচ হয়েছে?
a+b=4, ab=3 হলে a2+b2a-b এর মান নির্ণয় করুন।
একজন ব্যবসায়ী ৫% মুনাফায় ৮০০০ টাকা বিনিয়োগ করল। ৩ বছর পর তার মোট মুনাফা কত হবে?
একটি সামান্তর ধারার প্রথম ১২ পদের সমষ্টি ২২২ এবং প্রথম ২৪ পদের সমষ্টি ৮৭৬। সমান্তর ধারাটির ৬০তম পদ নির্ণয় করুন।
সমীকরণ 3x - 15 - 6 = 0 হলে, x এর মান কত?
যদি 0.2x=2 এবং log 2 =0.3010 হয়, তবে x এর মান কত ?
একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরের দৈর্ঘ্য কত?