অসীম ৬ কিমি/ঘন্টা গতিতে অফিসে যায় এবং B কিমি/ঘন্টা বেগে তার বাড়িতে ফিরে আসে। যদি তার সব মিলিয়ে ১০ ঘণ্টা সময় লাগে, তাহলে তার অফিস ও বাসার মধ্যে দূরত্ব কত?
যদি x-y=8 এবং xy=5 হয়, তবে x3-y3 +8 (x + y)2 এর মান নির্ণয় করুন।
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০, এদর মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
একটি চৌবাচ্চার ৩টি নল আছে। ১ম নল দ্বারা ৩০ মিনিটে ও ২য় নল দ্বারা ৪৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। কিন্তু ৩য় নল দ্বারা ৩৬ মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। তিনটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x2 - 4xy + y2-z2
2a3xথেকে b3y বিয়োগ করুন