একটি চৌবাচ্চার ৩টি নল আছে। ১ম নল দ্বারা ৩০ মিনিটে ও ২য় নল দ্বারা ৪৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। কিন্তু ৩য় নল দ্বারা ৩৬ মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। তিনটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
এক ব্যক্তি ১,০০০ টাকা ৩ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখে। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম ২ বছরের জন্য ১০% হারে এবং শেষের বছরে ৫% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। ৩ বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে?
অসীম ৬ কিমি/ঘন্টা গতিতে অফিসে যায় এবং B কিমি/ঘন্টা বেগে তার বাড়িতে ফিরে আসে। যদি তার সব মিলিয়ে ১০ ঘণ্টা সময় লাগে, তাহলে তার অফিস ও বাসার মধ্যে দূরত্ব কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯:২। ৫বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ১০:৩ । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
একটি আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা ১০ ফুট বেশি। বাগানটির পরিসীমা ১০০ ফুট হলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?