একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত?
x2 + 2x + 1
. . .
৫০০ টাকা দুইজন বন্ধুর মাঝখানে ২ : ৩ অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে?
১টি পণ্য ৪৮০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
৩৬ জন লোকের ১টি কাজ করতে ৪৮ দিন সময় লাগলে ঐ কাজটি ২জন লোকের কতদিন লাগবে?
একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয় তবে পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য কত?
৩০টি কমলা স্বপন, তপন ও মননের মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করলে প্রত্যেকে কয়টি করে কমলা পাৰে?
x2+x+6
α2-2ab+b2-p2
একটি সুষম ষড়ভুজের কোণ নির্ণয় করুন।
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
x2-3xy-40y2 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।
a=2 হলে 27a3 + 54a2 + 36a+3 এর মান নির্ণয় করুন।
একটি বাঁশের ১৪ অংশ মাটিতে ৫৮ অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানিতে অবস্থিত অংশের দৈর্ঘ্য ৫০ মিটার হলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত?
একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং পানির গভীরতা ৩ মিটার । একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে?
2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x3 + 27y3 এর মান নির্ণয় করুন।
24x3 – 81y3 এর উৎপাদকে বিশ্লেষণ করুন ।
সমাধান করুন: 2x + 1y = 1 , 4x-9y = -1
a - b = 7 এবং ab = 60 হলে, a2 + b2 এর মান নির্ণয় করুন।