সমাধান কর: x + 2y = 9 এবং 2x - y = 3
উৎপাদকে বিশ্লেষণ করুন : x2 + 12x + 35
একটি চৌবাচ্চা ক নল দিয়ে ১২ মিনিটে খালি হয়ে যায়। একই চৌবাচ্চা খ নল দিয়ো ৮ মিনিটে ভর যায়। দুটি নল একসাথে চালু করা হলে চৌবাচ্চাটি কত মিনিটে ভরে যাবে।
একটি বর্গাকৃতি বাগানের বাইরে চতুর্দিকে ২ মিটার করে রাস্তা আছে। বাগানের একটি বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?
১ ইঞ্চি= কত সেন্টিমিটার?
ত্রিভূজের ক্ষেত্রফলের সূত্র কী?
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের তিনটি কোণের মান কত?
বৃত্তের পরিধির সূত্র কী?
π এর মান কত?
একটি কাজের ১/৩ অংশ শেষ হয় ৩ দিনে। ঐ কাজের ৩ গুণকাজ সম্পন্ন করতে কতদিন লাগবে?
a=3+2 হলে a3+1/a3= কত?
দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। যদি তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৮ হয়, তাহলে ছোট সংখ্যাটি কত?
যদি একটি সংখ্যা 'X' এর ১২০ অপর একটি সংখ্যার ৮০% হয়, তাহলে (x + y) এর মান কত?
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y, z এর মানের গড় কত হবে?
প্রথম ১০ কেজি পরিবহনের জন্য প্রতি কেজিতে ৫ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ৪ টাকা ফি নেওয়া হয়। ২৭ কেজি পরিবহনের জন্য কত ফি দিতে হবে?
নিচের সমীকরণগুলো থেকে x, y এবং z এর মান নির্ণয় করুন।
x + y + z = 6 (i)
2x + y = 7 (ii)
3x + y + 2z = -5 (iii)
[প্রশ্নটি অসম্পূর্ণ রয়েছে ]
একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭। মাথাপিছু কেবিনের ভাড়া চেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত?
উৎপাদকে বিশ্লেষণ করঃ 8a3+6327
a2-2a+2=0 হলে a8-1a8 এর মান নির্ণয় কর ।
ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি ১৭১ রান করলো। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত ৩ : ২ হলে কে কত রান করেছে?