২৮° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?
অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রী?
চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখুন।
৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১৩, ৩ সংখ্যাগুলোর গড় কত?
৬০ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফেল করলে পাসের হার কত?
বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রীর সমান?
৪০, ৬০ এবং ৮৮ এর গ.সা.গু. কত?
কোন সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৭ হবে?
যতি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যায় বৃদ্ধি পাবে না?
১২ এর কত শতাংশ ১৮ হবে?
১০ টাকাকে এমনভাবে ২ জনের মধ্যে ভাগ করুন যাতে পার্থক্য ১ টাকা হয়।
৩টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ, সংখ্যা ৩টির গড় কত?
রোমান সংখ্যায় রূপান্তর করুন: ৫২
১টি ত্রিভুজের ২টি কোণের মান ৩৫° এবং ৫৫° ত্রিভুজটি কোণ ধরণের?
f(x) = 2x2 + 3x - 1 হলে f(0) = কত?
একজন দোকানদার একটি ঘড়ি ক্রয় করে ৪৯৫ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?
তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের প্রথম ২টির গুণফল শেষ ২টির গুণফল অপেক্ষা ১০ কম?
যে চতুর্ভুজের বাহুগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৫ বছর বেশি। পুত্রের বয়স কত?
একটি কোণ ৩০° হলে এর সম্পূরক কোণ হবে কত?