১টি ত্রিভুজের ২টি কোণের মান ৩৫° এবং ৫৫° ত্রিভুজটি কোণ ধরণের?
একটি নল ১২ মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে এবং অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
৩০ জন শ্রমিক দৈনিক ১০ ঘন্টা পরিশ্রম করে ২০ দিনে একটি জমির ফসল কাটতে পারে। ২৫ জন শ্রমিক দৈনিক ৮ ঘন্টা পরিশ্রম করে ঐ জমির ফসল কত দিনে কাটতে পারবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 2x3 +19x2 +38x + 21