কোনো নির্বাচনে ৬ জন প্রার্থী আছেন, তারমধ্যে ৩ জনকে নির্বাচন করতে হবে। একজন ভোটার যত ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু যতজন নির্বাচিত হবেন তার চেয়ে বেশি ভোট দিতে পারেন না। তিনি কতভাবে ভোট দিতে পারেন?
একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির ওপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রয় ওপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?
একটি নির্দিষ্ট গতিতে ১৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে A এর থেকে B ৩০ মিনিট বেশি সময় নেয়। কিন্তু যদি A তার গতি দ্বিগুণ করে, সে একই দূরত্ব অতিক্রম করতে B এর থেকে এক ঘণ্টা কম সময় নেয়। B এর গতি (কি.মি./ঘণ্টা) কত?
সমাধান করুনঃ x2-6x+15-x2-6x+13=10-8
সুমন 240 টাকায় কিছু কলম কিনলো । প্রতিটি কলমের মূল্য যদি 1 টাকা কম হতো তবে সে আরও 1টি কলম বেশি কিনতে পারতো। সে কতগুলো কলম কিনেছিল?
x-1x =5 হলে x3-1x3 এর মান নির্ণয় করুন।
১ টাকায় ৫টি এবং ৩টি করে সামান সংখ্যক কমলা কিনে ১ টাকায় ৪টি করে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?
a=3+2 হলে a3+2a3 এর মান নির্ণয় করুন।
একটি খুঁটি মাঝামাঝি ভেঙ্গে এমনভাবে ভূমি স্পর্শ করল যে, খুঁটির দন্ডায়মান অংশ এবং ভাঙ্গা অংশের মধ্যবর্তী কোণ ৩০° হয়। খুঁটির দৈর্ঘ্য কত মিটার?
১০ মিটার বাহু বিশিষ্ট বর্গ এবং ঐ বর্গের অন্তঃস্থ বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল নির্ণয় করুন।
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1 ; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 16 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করুন।
a + b + c = 15 এবং a2 + b2 + c2 = 83 হলে, ab + bc + ac এর মান কত?
১ হালি ডিমের দাম ৪০ টাকা হলে ১৬০ টাকা দিয়ে কয়টি ডিম পাওয়া যাবে?
x + 1x = 5 এবং x - 1x = 15 হলে x2 - 1x2 = কত?
বার্ষিক ৩% হার সুদে ২৫০ টাকার ৬ বছরে যত সুদ হবে, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হবে?
একটি দ্রব্য ২৫৭৬ টাকায় বিক্রয় করলে বিক্রেতার ১২% লাভ হয়। দ্রাটির মূল্য ১০০ টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে?
একটি সমকোণী ত্রিভুজ ডিজাইনের স্মৃতি স্তম্ভের উচ্চতা ১০০ মিটার, অভিভূত ২০০ মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত?
x2 - 3x + 1 = 0 হলে, x2-1/x2 এর মান কত?
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ছাগলটি | আরো ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?