কোনো নির্বাচনে ৬ জন প্রার্থী আছেন, তারমধ্যে ৩ জনকে নির্বাচন করতে হবে। একজন ভোটার যত ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু যতজন নির্বাচিত হবেন তার চেয়ে বেশি ভোট দিতে পারেন না। তিনি কতভাবে ভোট দিতে পারেন?
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে?
করিম ও রহিমের বেতনের অনুপাত ৭:৫; করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪,০০০ টাকা বেশি। রহিমের বেতন কত?
a2 + b2 = c2 হলে প্রমান কর যে, a6 + b6 + 3a2b2c2 = c6
(x+y)2 = 64, xy =15 হলে x-y এর মান নির্নয় করুন