ঘণ্টায় ৭৫ কি.মি. বেগে গমন করলে ১৮০ মিটার ট্রেনের ৩২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেতো, এখন তার চেয়ে ৩ কেজি কম কেনা যায়, প্রতিকেজি চিনির বর্তমান মূল্য কত?
বার্ষিক ৮% মুনাফায় ৬২৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন।
একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। যদি দৈর্ঘ্য ৬ মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন?
a-1x2+a2xy+a+1y2 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে।
যে খাদ্যে ১৫ জন সৈন্যের ১৫ দিন চলে সেই খাদ্যে আরও ১০ জন সৈন্য বেশি থাকলে, তাদের কতদিন চলবে?
সরল করুনঃ (5a-7b)2+2(5a-7b)(9b-4a) + (9b-4a)2
a + b+ c = 9 এবং ab + bc + ac = 31 হলে, a2 + b2 + c2 এর মান নির্ণয় করুন
২০০ এর ০.৫% এর সাথে ৯৯ যোগ করলে এবং উক্ত যোগফলের সাথে ৫০ বিয়োগ করলে সংখ্যাটি কত হবে?
-১ পাওয়ার জন্য - ৫/৪ এর সঙ্গে কত যোগ করা দরকার?
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?
৩ বছর আগে একজন শিক্ষক ও একজন ছাত্রের বয়সের অনুপাত ছিল ৪১ এবং তাদের বয়সের গুণফল ছিলো ১৯৬। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
৫টি রেডিও এবং ৪টি টেলিভিশনের দাম একত্রে ৮৯, ৫০০ টাকা। ১টি টেলিভিশনের দাম ১৯, ৫০০ টাকা হলে, ১৫টি রেডিও এর দাম কত টাকা?
যদি y = 5x হয়, তাহলে dydx= কত?
257.5×52.5÷1251.5= 5x = ?
0.04-1.5= ?
x=5 এবং y=2 হলে 16x2-56xy+49y2 এর মান কত ?
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে ২৭ এবং ৯ হলে, ধারাটির পঞ্চম পদ নির্ণয় করুন।
দুটি শহরের দূরত্ব ১২০০ কিলোমিটার। একটি শহর থেকে ট্রেন সকাল ৭টায় ছেড়ে বিকাল ৩ টায় অপর শহরে পৌঁছাল ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?