একটি নিয়োগ পরীক্ষায় ৭০% শিক্ষার্থী গণিতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩৬০ জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ঐ পরীক্ষায় কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
x+1x = a হলে x2+1x2 এর মান কত ?
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৬ মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ৫ প্রস্থ ১ মিটার করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল ৬৪ বর্গমিটার বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
2x + 1 > 2x - 0 অসমতাটি সমাধান করুন এবং সমাধানটি Interval (ব্যাপ্তি) আকারে লিখুন।
একটি জামা ২৫২ টাকায় বিক্রয় করলে ১৬% ক্ষতি হয়। জামাটি ৩১২ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?