পিতা ও মাতার বর্তমান বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। ১০ বছর পরে পুত্রের বয়স কত হবে?
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেলো এবং ৪৫ জন ব্যবসা শুরু করলো। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
4x2 + 9y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে?
৮৪০০ টাকাকে A, B, C এবং D এর মধ্যে এমনভাবে বিভক্ত করা হয় যে A ও B, B ও C এবং C ও D এর শেয়ারের অনুপাত যথাক্রমে ২ : ৩, ৪ : ৫ এবং ৬ : ৭ হয়। এক্ষেত্রে A কত টাকা পাবে?
x - 1x= 2 হলে x4 - 1x4 = কত?