এইডস আক্রান্ত ব্যক্তির শেষ পরিনতি কী?
কীভাবে চললে এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমবে?
শিশুর এইডস হতে পারে আক্রান্ত মায়েদের-
i. শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে
ii. দুধপান করলে
iii. রক্তগ্রহণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
১৫-২৪ বছরের মেয়েদের অধিক পরিমাণে এইডস ঝুঁকিতে থাকার কারণ-
i. দারিদ্র
ii. জ্ঞানের অভাব
iii. দুর্বল অবস্থান
ডাক্তারের পরামর্শ মেনে চললে আরিফ কোন রোগটি থেকে বেঁচে থাকবে?
উদ্দীপকে ঝুঁকিপূর্ণ আচরণ বলতে বুঝানো হয়—
i. অনিরাপদ রক্ত গ্রহণকে
ii. অনিরাপদ যৌন সম্পর্ককে
iii. ডাক্তারের সাথে বেয়াদবিকে
কোনটি প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত?
শরীরের যেসব অঙ্গ সন্তান জন্মদানের সাথে জড়িত সেসব অঙ্গ সম্পর্কিত বিষয়কে কী বলে?
নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য কোনটি সম্পর্কে জ্ঞান থাকা জরুরী?
প্রজনন স্বাস্থ্য কোনটির বিশেষ অংশ?
কোনটির সুরক্ষার মাধ্যমে বয়ঃসন্ধিকালে মানসিক স্বাস্থ্য বজায় রাখা সম্ভব?
বয়ঃসন্ধিকালে যেকোনো পরিবর্তনে করণীয় কী?
মা ও শিশুর জীবন ঝুঁকির সম্মুখীন হয় কখন?
প্রজনন স্বাস্থ্যের সাথে জড়িত -
i. নিরাপদ মাতৃত্ব
ii. শিশুর পুষ্টি
iii. সুষম খাদ্য গ্রহণ
পুরো সময় ডাক্তারের পরামর্শমতো চলতে হয় কোন ক্ষেত্রে ?
কীভাবে অপরিণত বয়সে গর্ভধারণে নিরুৎসাহিত করা যায়?
উদ্দীপকের লিমা কোন কাল অতিক্রম করছে?
এ সময়ে লিমার প্রয়োজন-
i. পুষ্টিকর খাবার খাওয়া
ii. প্রচুর পানি পান করা
iii. পরিষ্কার পরিচ্ছন্ন করা
মন ও শরীর গঠনের অন্যতম উৎস কোনটি?
কোনটি মানুষের শরীর ও মনকে সতেজ রাখে?
শিক্ষার্থীর সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে কোনটির প্রয়োজন?
শিক্ষা প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান?
স্ম্যাশ বা চাপ মারার কাজে কোন স্ট্রোক ব্যবহার করা হয়?
উদ্দীপকের বিষয়টি শারীরিক শিক্ষার কোন দিককে নির্দেশ করে?
উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা অর্জন করে –
I. শারীরিক গুণাবলি
ii. মানসিক গুণাবলি
iii. সামাজিক গুণাবলি
ব্যাডমিন্টন খেলা ভালোভাবে আয়ত্ত্বের জন্য প্রয়োজন –
i. হাত ও কব্জির নমনীয়তা
ii দৈহিক উচ্চতা
iii. পায়ের কাজ
সর্বপ্রথম আমেরিকাতে বাস্কেটবল খেলার প্রচলন হয় কত সালে?
বাস্কেটবল প্রতিযোগিতামূলক খেলা হিসাবে বার্লিন অলিম্পিকে কত সালে অন্তর্ভুক্ত হয়?
বাস্কেটবল খেলায় বলের রং কেমন হবে?
হ্যান্ডবলে সর্বোচ্চ কত স্টেপ বল হাতে করে নেয়া যায়?
উক্ত কারণে পুনরায় খেলা কীসের মাধ্যমে শুরু হবে?
উক্ত খেলায় বিপক্ষ দলকে ফ্রি থ্রো দেওয়া হবে—
i. গোলরক্ষক নিয়মভঙ্কা করলে
ii. অখেলোয়াড়োচিত আচরণ করলে
iii. ত্রুটিপূর্ণভাবে খেলোয়াড় বদলি করলে
নিচের কোনটি সঠিক ?
হকি খেলার মৌলিক কৌশল কোনটি?
শুটিং সার্কেল শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
ছবি খেলায় একটি স্থির বলকে পুশের মাধ্যমে হাঁটু পর্যন্ত ওঠানোকে কী বলে?
ছবি খেলায় বলসহ সামনে এগিয়ে যাওয়াকে কী বলে?
হকি খেলার মৌলিক কৌশল হলো—
i. হিট ও স্টপিং
ii. পুশ ও ক্লিক
iii. ড্রিবলিং ও লে-আপ
১৯০৮ সালে গঠিত আন্তর্জাতিক সাঁতার সংস্থার নাম কী?
কোথায় সর্বপ্রথম প্রতিযোগিতামূলক সাঁতার অনুষ্ঠিত হয়?
বুক সাঁতার কাটার সময় দেহটাকে কী অবস্থায় রাখতে হয়?
পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস ক্লাবের সদস্য। সে প্রতিদিন সকালে খাওয়ার পর পরই সাঁতার কাটতে যায়। এ সময় সাঁতার কাটা-
i. ক্ষতিকর
ii. ১.৩০ মিনিট পর তা সঠিক হবে
iii. উচিত নয়
কত খ্রিস্টপূর্বে গ্রিসে প্রথম অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
কোন দেবতার সম্মানে ‘অলিম্পিয়া' ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়?
পৃথিবীর প্রাচীনতম খেলা হলো-
i. দৌড়
ii. লাফ-ঝাঁপ
iii. নিক্ষেপ
উচ্চ লাফে দূরত্বের টাই ভাঙ্গার নিয়ম -
i. মোট লাফের ভিতরে ২য় সর্বোচ্চ দূরত্ব দেখা
ii. ২য় সর্বোচ্চ দূরত্বে না হলে ৩য় সর্বোচ্চ দূরত্ব দেখা
iii. বর্শা নিক্ষেপের মতোই
জাহিদ কোন পদ্ধতিতে সাঁতার কাটে?
উক্ত সাঁতারে জাহিদের হাতের কাজ—
i. দুই হাত পানির নিচে একসঙ্গে নিতে হয়
ii. সোজা অবস্থায় থাকে
iii. হাতের তালু একটু নিচে ও বাইরের দিকে নিতে হবে