ক ৯ দিনে করে ১টি কাজ 

ক ১ দিনে করে ১/৯ অংশ 

আবার,

খ ১৮ দিনে করে করে ১টি কাজ 

খ ১ দিনে করে ১/১৮ অংশ

ক + খ একত্রে করে ( ১/৯ + ১/১৮) = ১/৬ 

খ ১ দিনে করে ১/১৮ অংশ 

খ ৬ দিনে করে ( ৬*১/ ১৮) = ১/৩ অংশ 

কাজ বাকি  ( ১- ১/৩) = ২/৩ অংশ 

ক+খ ১/৬ অংশ করে ১ দিনে 

ক+খ ২/৩ অংশ করে ( ৬*২/৩) = ৪ দিনে 

অতএব মোট সময় ( ৬+৪) = ১০ দিন ( উত্তর )  

ইংরেজিতে ফেল করেছে    (১০০- ৭০)%  =  ৩০% 

বাংলায় ফেল করেছে       (১০০- ৮০)%   = ২০% 

শুধু ইংরেজিতে ফেল করেছে = (৩০ - ১০)% = ২০% 

শুধু বাংলায় ফেল করেছে    = (২০ - ১০)% = ১০% 

উভয় বিষয়ে পাস করেছে     = ১০০% - (২০% + ১০% + ১০%) = ৬০% 

  প্রশ্নমতে, 

         শিক্ষার্থী সংখ্যা         ৬০%  = ৩৬০ জন

        শিক্ষার্থী সংখ্যা          ১%    = ৩৬০/৬০  জন

  ∴    শিক্ষার্থী সংখ্যা     ১০০%    = ৩৬০/৬০ ×১০০ জন

                                               = ৬০০০ জন। 

ধরি, রহিম ও করিম কর্তৃক পদক্ষেপের দ্বারা অতিক্রান্ত দূরত্ব = ২০ মিটার   (৫ এবং ৪ এর ল সা গু = ২০)

করিমের ক্ষেত্রে,

৪ পদক্ষেপে অতিক্রম করে ২০ মিটার 

১ পদক্ষেপে অতিক্রম করে ২০/৪ = ৫ মিটার 

সুতরাং, ৭ পদক্ষেপে অতিক্রম করে = ৫×৭ = ৩৫ মিটার 

অনুরূপভাবে, রহিম অতিক্রম করে = (২০/৫) ×৮ = ৩২ মিটার

অর্থাৎ, করিম ও রহিমের গতিবেগের অনুপাত = ৩৫ঃ৩২ 

 

Related Sub Categories