মনে করি,
পুত্রের বর্তমান বয়স= x বছর
সুতরাং, পিতার বর্তমান বয়স = 50-x বছর
পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হলে, পুত্রের বয়স বৃদ্ধি পায়=50-x-x=50-2x
সুতরাং, পিতার বয়স বৃদ্ধি পেয়ে হবে
=50-x+50-2x
=100-3x
শর্তমতে,
50-x+100-3x = 102
বা, 150-4x = 102
বা, x=48/4
বা,x = 12
সুতরাং, পিতার বয়স=50-12= 38 বছর
বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়টি অভিন্ন নদী রয়েছে? যে কোনো প্রধান দুটি নদীর নাম লিখুন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা কত এবং বর্তমান (২০১১ সালে) কোন কোন দেশ এই পরিষদের অস্থায়ী সদস্য?
এঙ্গোলা
হাইতি
ফিজি
উরুগুয়ে
জাতিসংঘের সহস্রাব্দের লক্ষ্যমাত্রাগুলো কি কি?
বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে, কোথায় শপথ করেন এবং সে সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কারা ছিলেন?
ASEAN -এর সদস্য রাষ্ট্র কারা ?
‘ডূরান্ড লাইন’ কী ? এ লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
‘ওয়াল স্ট্রীট’ কোথায় অবস্থিত? এটি কেন বিখ্যাত ?
কোন দেশের আইনসভা কংগ্রেস’ নামে পরিচিত? কংগ্রেস-এর কক্ষগুলো কী কী?
গুগল কী ? এটি কোন কাজে লাগে?
১৯৪৭ সালের নতুন স্বাধীনতাপ্রাপ্ত ভারতের রাষ্ট্রপ্রধান কে ছিলেন?
২০১২ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? ২০০৮ সালের অলিম্পিক কোথায অনুষ্ঠিত হয়েছিল?
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
দোহা রাউন্ড বাণিজ্য আলোচনা
নরম্যান্ডির যুদ্ধ
আরব বসন্ত
কিয়োটো প্রটোকল
আন্তর্জাতিক বিচার আদালত
সমস্ত পানীকুলই পরিবেশের জন্য নিতান্ত প্রয়োজন।
মুমুর্ষ লোকটির সাহায্য করা উচিৎ।
তোমার কটুক্তি শুনিয়া তিনি মর্মাহত হয়েছেন।
রুগ্ন ব্যক্তিটির জন্য আরও অধিকতর সাহায্য প্রয়োজন।
কারোর জন্যই দৈন্যতা কাংখিত হতে পারে না।
আমি বিভূতিভুষণ বন্দোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়িনি।
পুকুর পরিস্কারের জন্য কতৃপক্ষ পুরস্কার ঘোষনা করেছে।
অধ্যক্ষ মহোদয় ঘটনার বিশৎ বিবরন জানতে চাইল।
বিষয়টি মস্তিস্কে গ্রহণ করার নয়, অন্তরে উপলব্ধির যোগ্য।
অনুষ্ঠানে স্ববান্দবে আপনি আমন্ত্রিত ।
সেই ভীবৎসো ঘটনা এখনও বিষ্মিত হতে পারিনি।
লক্ষ্মী মেয়ে যারা ছিল, এখন তারা চরছে ঘোটক।
যে সহে , সে রহে ।
অভিহিত মুল্য
নির্ঘন্ট
পরিবীক্ষন
রুপরেখা
মোক্তারনামা
প্রাধিকার।
আগে পরীক্ষা দাও, পরে চিন্তা করো । সরল বাক্য)
এখনই না গেলে তার দেখা পাবে না। (যৌগিক বাক্য)
পিতা তো আছেন, তবু পুত্রকে খোঁজ কেন ? (জটিল বাক্য)
যদি পানিএ না নাম, তবে সাঁতার শিখতে পারবে না । (যৌগিক বাক্য)
যদি কথা রাখেন, তাহলে আপনাকে বলতে পারে। (সরল বাক্য)
সে তার পিতার ঋণ পরিশোধ করেছে। (জটিল বাক্য)
চাঁদেরও কলঙ্ক আছে।
গঙ্গাজলে গঙ্গাপুজো।
চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠির পরিচয় দিন।