পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যা সাধারণভাবে শান্তিচুক্তি নামে পরিচিত, কত তারিখে কোন সনে সম্পাদিত হয়?
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারি প্রথম দেশ কোনটি? কোন তারিখে এই স্বীকৃতি প্রদান করা হয়?
ফেসবুক কী ? এর আবিস্কারক কে?
ICIMOD কী ? এ সংস্থার সদস্য কারা?
ভারতীয় পার্লামেন্টের কক্ষ দুটির নাম কী?
কিয়োটা প্রটোকল কোথায় গৃহীত হয়? এর মেয়াদ কখন শেষ হবে?
Witness to surrender এবং Surrender at Dhaka বই দুটির লেখক কারা?
জাতিসংঘের নিরাপত্তা পরিষদর কোন কোন সদস্য রাষ্ট্রের ‘ভেটো’ প্রয়োগের ক্ষমতা রয়েছে?
কোন সনে বাংলাকে ভাগ করা হয়? ঐ সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন?
ওসামা বিন লাদেনকে হত্যাকারী মার্কিন বাহিনীর বিশেষ ইউনিটের নাম কী ?
ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান মহাসচিব কে? তিনি কোন দেশের নাগরিক ?
বিখ্যাত গ্যাটিসবার্গ বক্তৃতা (Gettysburg Address) কে, কখন প্রদান করেন?
জাতিসংঘের সহস্রাব্দের লক্ষ্যমাত্রা (MDGs):
আরব বসন্ত (Arab Spring)।
জলবায়ূ পরিবর্তন (Climate Change):
দারিদ্র বিমোচন কৌশলপত্র (PRSP):
বিশ্বায়ন (Globalization) :
ইন্টারপোল (Interpol);
দৈন্যতা প্রশংসনীয় নয়।
ছাত্রীগণের মধ্যে অনুপস্থিতের সংখ্যা কম।
এমন অসহ্যনীয় ব্যাথা আমি আর কখনও অনুভব করি নাই।
আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
আবশ্যকীয় ব্যায়ে কার্পণ্যতা অনুচিত।
তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
সমুদয় সভ্যগণ আসিয়াছেন।
পাতায় পাতায় পরে নিশির শিশির।
ঝন্ঝা শেষ হইতে না হতে কুঝঝটি অনঢলটি ছাইয়া ফেললো।
পৈত্রিক সম্পত্তির মাধ্যমে ভদ্রস্থতা রক্ষা হয়, মহদুপকারও হয়।
সকলে একত্রিত হয়ে ধুমপান পরিত্যয্য ঘোষনা করিলেন।
অনুবাদিত কবিতাটি পড়ে সে উচ্ছাসে উচ্ছল হয়ে উঠল।
যে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর।
অম্বয়
কমা
আনুনাসিক
ছাঁচ
টোকা
সারসংক্ষেপ
ধনীরা প্রায়ই কুপণ হয়। (জটিরল বাক্য)।
মিথ্যা বলার জন্র তোমার পাপ হবে। (যৌগিক বাক্য)।
যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। (সরল বাক্য)
সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়। (প্রশ্নাত্মক বাক্য)
আরও কথা আছে। (নেতিবাচক বাক্য)।
তাঁর আদর্শ বিষ্মরণযোগ্য নয। (অস্তিবাচক বাক্য)।
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ।
জ্ঞানহীন মানুষ পশুর সমান।
সান্ধ্য ভাষা কী ? এ ভাষায় কোন সাহিত্য রচিত হয়েছে, সংক্ষেপে লিখুন ।
বিখ্যাত চারজন বৈষ্ণব পদকর্তার সংক্ষিপ্ত পরিচয় দিন।
আলাওলকে পন্ডিত কবি বলা হয় কেন ?
লায়লী মজনু কাব্যের প্রেমের স্বরূপ আলোচনা কর ।
মেঘনাদ বধ কাব্যের সর্গ সংখ্যা কত এবং কী কী ?
সংক্ষেপে কপালকুন্ডলা চরিত্রের স্বরূপ নির্ণয় করণয়।
গৃহদাহ উপন্যাসের সুরেশ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করুন।
'সধবার একাদশী' কি সার্থক প্রহসন ? আলোচনা করুন।
লোকসাহিত্য বলতে কি বুঝেন ? এর প্রধান শাখা কী কী ?
' পাখির কাছে ফুলের কাছে ' কার রচনা ?
কবি কায়কোবাদের প্রকৃত নাম কি ? তার লেখা অশ্রুমালা কাব্যের কাহিনী সংক্ষেপে লিপিবদ্ধ করুন।
গ্রিক ট্র্যাজেডি 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন কে ? তার রচিত তিনটি কাব্যের নাম লিখুন ।
সৈয়দ মুজতবা আলীর চারটি গ্রন্থের নাম লিখুন ।
'নারী জাগরণের অগ্রদূত' বেগম রোকেয়ার 'সুলতানার স্বপ্ন' রচনাটির কাহীনি সংক্ষেপে বিবৃত করুন।
মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস সম্বন্ধে সংক্ষেপে বরণনা করুন ।
A little learning is a dangerous thing.
A thing of beauty is a joy forever.
Uneasy lies the head that wears the crown.
The porter was overwhelmed —— wonder.
He is jealous —— my fame.
The young man was dressed —— silk.
I am opposed —— your proposal.
I have no prejudice —— her.
The judge acquitted him —— the charge.
He is cordial —— Rahim.
Day after day;