আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ববস্থা না থাকায় তাহাদের কোন নিরাপত্তা নাই। কারণ তাহাদের অধিকাংশই গ্রামে বাস করে এবং সরাসরি কূপ, পুকুর ও নদী হইতে পানি সংগ্রহ করে। গ্রামবাসীরা জীবাণু সম্পর্কে কিছুই জানে না বলিয়া কলেরা আমাশয় ও অন্যান্য পানিবাহিত রোগের শিকারে পরিণত হয়। যে সকল গ্রামবাসী নদীর তীরে বাস করে তাহারা নদীতে যে কেবল স্নান করে ও ময়রা কাপড়-চোপড় ধোয় তাহাই নহে বরং ইহার মধ্যে সব রকমের আবর্জনা ও ময়লা নিক্ষেপ করে। শেষ পর্যন্ত নদী একটি খোলা নর্দমার মত ক্লেদাক্ত হইয়া উঠে। এই পানি যে সকল রকমের মারাত্মক জীবানুতে পূর্ণ তাহা না জানিয়াই তাহারা এই দূষিত পানি পান করিয়া থাকে।