16x2-25y2 -8xz+10yz
=(4x)2-(5y)2-2z(4x-5y)
=(4x+5y)(4x-5y) -2z(4x-5y)
=(4x-5y) (4x+5y-2z)Ans:
এসব লোকগুলোকে আমি চিনি ।
তুমি আমার কাছে আরও প্রিয়তর।
শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
তিনি নিরহঙ্কারী ও নিরপরাধী মানুষ।
সে গাছ হইতে অবতরণ করিল।
অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।
আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
তার দারিদ্র্যতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
আমি অপমান হয়েছি।
ইতোমধ্যে
নিরপরাধী লোক কাকেও ভয় করে না।
অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
পুষ্প আপনার জন্য কোটে না।
সান্ত্বনা
ঊর্দ্ব
ধিক্কৃত
আশস
অচিন্ত্য
কটূক্তি
শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং বিদায় করলেন। (সরল বাক্য)
যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক বাক্য)
বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। (জটিল বাক্য)
সে যেমন কৃপণ তেমন চালাক। (যৌগিক বাক্য)
সে এমএ পাস করেছে বটে কিন্তু জ্ঞানলাভ করতে পারেনি। (জটিল বাক্য)
যখন বৃষ্টি থামলো, তখন আমরা স্কুলে রওনা হলাম। (যৌগিক বাক্য)
শৃঙ্খলিত সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম।
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।
চর্যাপদ কে আবিষ্কার করেন?
বাংলা গদ্যের জনক কে?
প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদের কৃতিত্ব আলোচনা করুন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোটগল্পের নাম লিখুন।
বড়ৃচণ্ডীদাস রচিত কাব্যরি নাম লিখুন।
তিনটি মঙ্গল কাব্যের নাম লিখুন।
‘অবসরের গান’ কবিতাটি কার রচনা?
জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা অবসরের গান
মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লিখুন।
ভাষা আন্দোলনভিত্তিক দুটি কবিতার নাম লিখুন।
মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি উপন্যাসের নাম লিখুন।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী সম্পর্কে তিনটি বাক্য রচনা করুন।
বাংলাদেশের তিনজন বিশিষ্ট নাট্যকারের নাম লিখুন।
বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ উপন্যাসিকের নাম লিখুন।
বৈষ্ণব পদাবলির তিনজন শ্রেষ্ট পদকর্তার নাম লিখুন।
কোন তিন কবির নাম যথাক্রমে কবিকণ্ঠহার, কবিকঙ্কন ও রায়গুণাকর।
মুক্তিযুদ্ধের চেতনার পটভূমিতে গণতান্ত্রিক সমাজ;
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সমাজশক্তির ভূমিকা।