একদা ছিল না জুতা চরণযুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ঘীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে। দেখি সেথা একজন পদ নাহি তার অমনি জুতার খেদ ঘুচিল আমার। পরের ধুঃখের কথা করিলে চিন্তন আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।