তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ! তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার। কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত-পুঁথি- কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত- হিয়ার নিভৃত অন্তরালে!