তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ! তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার। কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত-পুঁথি- কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত- হিয়ার নিভৃত অন্তরালে!
রূপনারানের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রুপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়; সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দু:খের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্যে লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে নিতে।