একটি সমান্তর ধারার p তম পদটি q এবং তম পদটি p। দেখাও যে, r তম পদটি (p+ q - r) এবং (p+q) তম পদটি শূন্য হবে।
y = 3x + 4, y = - 3x + 10 এবং y = 2 সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন।
৩, ৪ ও ৫ সে.মি. ধারবিশিষ্ট তিনটি ছোটো খনক গলিয়ে একটি বড়ো খনক তৈরি করা হলো। ছোটো খনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফল ও বড়ো খনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করুন।