নারী নির্যাতন ও প্রতিকারের উপায়
একবিংশ শতাব্দীর প্রত্যাশা ও প্রস্তুতি
জাতীয় শিক্ষানীতি ও দেশপ্রেম
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার
বাংলাদেশের কথা সাহিত্য ও তার ভবিষ্যৎ সম্ভাবনা।
যৌবনে অর্জিত সুখ অল্প , কিন্তু সুখের আশা অপরিমিত।
অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হয়েছি।
সকাল সকাল সয়ফয়ত ছিলেন।
অন্যায়ের প্রতিদান দুনিবার্য।
তাদের মধ্যে বেশ সখ্যতা দেখতে পাই।
এ দায়িত্ব আমাকে দিও না।
তিনি এ ঘটনার চাক্ষুস সাক্ষী।
রাজায় রাজায় যুদ্ধ হয় প্রাণ যায়।
তার পিছনে এত – খেয়ে লেগেছে কেন?
বাদ দিয়ে আসল কথাটা বল।
এ রকম দিনেদুপুরে – ধরা পড়বেনই।
এত বড় সম্পত্তিটা একবারে – হয় গেল ।
ইটটি মারলে – খেতে হয়।
তােমার তাে – মাসে বছর।
মানে না - মােড়ল।
যবে – ক্রন্দনরােল – বাতাসে ধ্বনিবে না।
“মােদের – মােদের আশা” - বাংলা ভাষা।
আকাশ কুসুম
অরণ্যে রােদন
আক্কেল সেলামী
খয়ের খাঁ
দহরম মহরম
কৈ মাছের প্রাণ
রাঘব বােয়াল
কান কাটা
পায়া ভারি।
অনুসন্ধান করতে ইচ্ছুক।
আচারে যার নিষ্ঠা আছে।
আদি হতে অন্ত পর্যন্ত।
যে উপকারীর উপকার স্বীকার করে
যে জমিতে ফসল জন্মায় না।
যিনি প্রথম পথ দেখান।
যার দাড়ি ওঠে নি।
বড়ু চণ্ডীদাসের গ্রন্থের নাম কী? |
ভারতচন্দ্রের কাব্যের নাম কী? কাব্যে আরবি-ফারসি শব্দ ব্যবহার প্রসঙ্গে তিনি কী বলেছেন? |
কাজী নজরুল ইসলামের 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের মূলবক্তব্য সম্পর্কে তিনটি বাক্য লিখুন।
জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম লিখুন।
ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ, কাহিনীকাব্য এবং কাব্যনাট্যের নাম লিখুন।
'কবর' নাটকের বিষয় ও চরিত্রগুলাের নাম লিখুন; নাটকটির রচয়িতার নাম কী?
'হাজার বছর ধরে' কার লেখা? কী বিষয়ে কোন আঙ্গিকে লেখা?