তাপমাত্রা হ্রাস পেলে-
i. আগাম রোপণ করা বোরো ধানের ফলন কমে যায়
ii. ধানে চিটা দেখা দেয়
iii. গমে রোগের আক্রমণ বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
বন্যাজনিত সমস্যা হলো-
i. গবাদিপশুর কৃমি আক্রমণ বৃদ্ধি
ii. গবাদিপশুর পরজীবীর আক্রমণ
iii. ঘাসে বিষক্রিয়া সৃষ্টি
জলোচ্ছ্বাসের সময় সৃষ্ট সমস্যা
i. জীবজন্তুর তাৎক্ষণিক মৃত্যু
ii. গবাদিপশুর পেটের পীড়া
iii. ঘাসে বিষক্রিয়া
খরাপ্রবণ এলাকায় ফসলের ফলন নির্ভর করে-
i. খরার তীব্রতার ওপর
ii. খরার স্থিতিকালের ওপর
iii. ফসলের বৃদ্ধিকালের ওপর
সেপ্টেম্বর-অক্টোবরে বৃষ্টিপাত কম হওয়ায় -
i. বোনা ও রোপা আমনের ফলন কমে
ii. গমের ফলন কমে
iii. আলু চাষে দেরি হয়
বন্যার তীব্রতা বাড়ার কারণ-
i. বরফ গলা পানি
ii. অতিবৃষ্টি
iii. নদীগর্ভ ভরাট হওয়া
খরা অবস্থায় ফসলের জন্য-
i. মাটিতে প্রয়োজনীয় রসের ঘাটতি থাকে
ii. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে
iii. তাপমাত্রা বেশি ও সূর্যালোক প্রখর থাকে
বায়ুর আর্দ্রতা বেশি হলে ফসল উৎপাদনের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে?
ঈশ্বরদী ৩৩ কোন ফসল?
নিচের কোনগুলো গ্রীষ্মকালের ফসল-
রবি মৌসুমের মাঠ ফসল-
i. বোরো ধান
ii. শালগম
iii. সরিষা
নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ হলো-
i. গম
ii. ওট
iii. পাইন
দানাজাতীয় ফসলের মধ্যে কোনগুলো খরা সহনশীল-
i. ধান
ii. চিনা
iii. কাউন
তীব্র খরার কারণে শতকরা কতভাগ ফলন হ্রাস পায়?
ঢল বন্যা প্রবণ এলাকায় কী ধান চাষ করতে হয়?
সকালে পত্ররন্দ্র খোলা ও দিনের বাকি সময় বন্ধ রেখে খরা পরিহার করে কোন ফসল?
বন্যার সময়ে কোন ধরনের বীজতলা তৈরি করা হয়?
ব্রি ধান ৫৬ জাতটি কতদিন খরা সহ্য করতে পারে?
খরা সহনশীল গমের জাত কোনটি?
শুষ্ক মৌসুমে কমপক্ষে কত দিন বৃষ্টি না হলে তাকে অনাবৃষ্টি বলে?
হাওর অঞ্চলের বোরো ধান পাকার সময় তলিয়ে যায় কোন দুর্যোগের প্রভাবে?
সবজি ক্ষেতে জাবড়া প্রয়োগ করে পানি সংরক্ষণ করা হয় কখন?
আগাম শিলাবৃষ্টিতে কোন ফসল ক্ষতিগ্রস্ত হয়?
পানিশূন্যতা রোধকরণে কোষের অভিযোজন কোনটি?
উদ্ভিদের কোন অঙ্গ খরা সহ্য করতে পারে?
পত্ররন্দ্র খোলা ও বন্ধ হওয়া কোন প্রক্রিয়ার সাথে যুক্ত?
পরিবেশের তাপমাত্রা বাড়লে পত্ররন্দ্রের আকার কমিয়ে দেয় কোন ফসল?
পাতার আকার হ্রাস করে প্রস্বেদন কমায় কোন ফসল?
গাছের নিচ থেকে পুরাতন পাতা ঝরিয়ে প্রস্বেদন কমায় কোন ফসল?
পাতা ঝরিয়ে ফেলতে কোন এনজাইম কার্যকরী?
মূলের দৈর্ঘ্য, সংখ্যা ও ঘনত্ব বাড়িয়ে খরা মোকাবেলা করে কোন ফসল?
খরা অবস্থায় পাতা কুঞ্চিত করে কোন ফসল?
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস কোন অঞ্চলে দেখা যায়?
কোনটি অভিযোজনের ওপর নির্ভর করে?
লবণাক্ত জমিতে পশুর জন্য কোনটি চাষ করা যায়?
কাঁঠাল, বাবলা, ইপিল ইপিল গাছের চাষ কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করা হয়?
শৈত্যসহিষ্ণু ধানের জাত কোনটি?
কোনটি খরাসহিষ্ণু ফসল?
কোনটি খরা সহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য বহির্ভূত?
খরা সহিষ্ণু গমের জাত কোনটি?
কোনটি খরা সহিষ্ণু বেগুনের জাত?
কোনটি উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল?
কোনটি লবণাক্ততা সংবেদনশীল ফসল?
মিষ্টি আলু কোন ধরনের ফসল?
কোনটি উপকূলীয় লবণাক্ততা এলাকার প্রধান ফসল?
কোনো স্থানের দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে কী বলে?
কোন উপাদানটি দ্বারা আবহাওয়া প্রভাবিত হয়?
বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত পানিকে কী বলে?
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে কী বলে?
কোনো অঞ্চলের ফসলের প্রকার ও জাত নির্বাচনে কোনটি প্রভাব বিস্তার করে?