সৌরবিকিরণ পৃথিবী পৃষ্ঠকে উষ্ণ করে কোনটি নিয়ন্ত্রণ করে?
দিনে যত ঘন্টা সূর্যের আলো পাওয়া যায় তার পরিমাণকে কী বলে?
শীতল স্রোতের ওপর দিয়ে বায়ু প্রবাহিত হলে কী ঘটে?
কোন স্থানের আবহাওয়া-
i.দৈনিক পরিবর্তনশীল
ii. মৌসুমি বায়ুপ্রবাহ দ্বারা প্রভাবিত হয়
iii. মাটির গুণাবলিতে প্রভাব ফেলে
নিচের কোনটি সঠিক?
বায়ুচাপ হ্রাস পেলে সম্ভাবনা বাড়ে-
i. সাইক্লোনের
ii. বৃষ্টির
iii. জলোচ্ছ্বাসের
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে
i. তাপমাত্রা কমে
ii. বৃষ্টিপাত কমে
iii. বায়ুর চাপ কমে
আবহাওয়ার উপাদান হলো-
i. তাপমাত্রা
ii. আর্দ্রতা
iii. সৌর বিকিরণ
জলবায়ু বলতে কত বছরের গড় অবস্থাকে বোঝায়?
বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান?
ভূ-পৃষ্ঠ থেকে ২১৭.৭ মি. উপরে-
ভূ-পৃষ্ঠের ওপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে কী বলে?
জলবায়ুর পরিবর্তনে যে জৈব রাসায়নিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে ফসল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে তাকে কী বলে?
বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ কারণ-
i. ভৌগোলিক অবস্থান
ii. সমুদ্র থেকে উচ্চতা ও দূরত্ব
iii. তাপমাত্রা
রবি ঋতুর ফসলের জন্য সর্বোত্তম তাপমাত্রা কত?
উষ্ণ ঋতুর ফসলের জন্য সর্বোত্তম তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
জলবায়ুর পরিবর্তনের কারণে কত হেক্টর জমিতে লবণাক্ততা দেখা দিয়েছে?
তাপমাত্রা অনুযায়ী আবাদযোগ্য ফসল কত প্রকার?
ধানের ফুল ফোটার সময় তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস হলে ধান চিটা হয়ে যায়?
বাংলাদেশের গড় বার্ষিক তাপমাত্রা ১৯৮৫-১৯৯৮ সালের মধ্যে মে মাসে কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে?
বর্তমানের চেয়ে কত ডিগ্রি তাপমাত্রা বাড়লে বাংলাদেশের গম চাষ করা অসম্ভব হয়ে পড়বে?
গবাদিপশুর উদরাময়, পেটের পীড়া ও পেট ফাঁপাসহ বিভিন্ন রোগ কখন দেখা যায়?
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষি খাতে কয়টি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে?
খরাকবলিত জমির পরিমাণ কত হেক্টর?
ফসলের ক্ষতির মাত্রার ওপর ভিত্তি করে খরাকে কয়ভাগে ভাগ করা যায়?
তীব্র খরায় কতভাগ ফলন ঘাটতি ঘটে?
বাংলাদেশের কোন অঞ্চলে খরার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে?
দেশের মোট চাষযোগ্য জমি কত লাখ হেক্টর?
চাষযোগ্য জমির শতকরা কতভাগ জমিতে আমন ধান চাষ হয়?
ফুল ফোটা ও দানা গঠনের সময় সৃষ্ট খরা রোপা আমনের ফলন শতকরা কতভাগ হ্রাস করে?
সূর্যালোকের প্রয়োেগ অনুসারে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়?
আলো পছন্দকারী উদ্ভিদ কোনটি?
ছায়া পছন্দকারী উদ্ভিদ কোনটি?
দিবা নিরপেক্ষ উদ্ভিদ কোনটি?
কোন মাটিতে ভূমিক্ষয় অপেক্ষাকৃত বেশি হয়?
ভূমিক্ষয়ের প্রধান কারণ কোনটি?
পাহাড়ি এলাকায় কোনটির কারণে মুষলধারায় বৃষ্টি হলে ধ্বস নামে ?
বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়কে কতটি শ্রেণিতে ভাগ করা যায়?
বৃষ্টির পানি জমির ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় উপরের পাতলা স্তরকে বয়ে নিয়ে যাওয়া কোন ধরনের ভূমিক্ষয়?
কোন ভূমিক্ষয় থেকে নালা বা গালি ভূমিক্ষয়ের উদ্ভব হয়?
বায়ুপ্রবাহ কর্তৃক এক স্থানের মাটি অন্যত্র বয়ে নিয়ে যাওয়াকে কোন ভূমিক্ষয় বলে?
বাংলাদেশের উত্তরাঞ্চলে কোন মাসে সামান্য বায়ুজনিত ভূমিক্ষয় দেখা যায়?
পাহাড়ি জমিতে কোন প্রক্রিয়ায় চাষাবাদ করলে ভূমিক্ষয় বেশি হয়?
বাংলাদেশের কোন অঞ্চলে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় বেশি হয়?
জয়ন্ত চ্যাটার্জীর জমির মাটি কোন বুনটের হলে ভূমিক্ষয়ের সম্ভাবনা কম হতো?
জয়ন্ত চ্যাটার্জীর জমিতে যে ফসলগুলো তার জমির মাটিকে ঢেকে রাখতে পারবে সেগুলো হলো i. চিনাবাদামii. মাষকলাইiii. গমনিচের কোনটি সঠিক?
এক বছরে একটি জমিতে তিনটি ফসল চাষ করা হলে ঐ জমির নিবিড়তা কত?
একটি জমির সর্বোচ্চ ফসলের নিবিড়তা কত হতে পারে?
কোনো স্থানের মাটির উপরিভাগ হতে কণা চলে যাওয়ার কারণ হলো i. বৃষ্টিপাতii. আচ্ছাদন ফসল আবাদ করাiii. ঘূর্ণিবাত্যানিচের কোনটি সঠিক?
ভূমির উপরিস্তর হতে মাটির কণা চলে যাওয়ার ফলে। i. মাটির উর্বরতা বৃদ্ধি পায়ii. ফসলের বৃদ্ধি ব্যাহত হয়iii. নদী-নালা ভরাট হয়ে যায়নিচের কোনটি সঠিক?
বৃষ্টিপাতের কারণে যে ভূমিক্ষয় হয়, তা হলো- i. আস্তরণ ভূমিক্ষয়iii. নালা বা গালি ভূমিক্ষয়ii. রিল ভূমিক্ষয়নিচের কোনটি সঠিক?