২৮, ২৫, ২৭, ১৪, ৭, ৯ এর পরিসর কত?
করণ শিক্ষণ হলো—
i. বলবৃদ্ধির ফলে প্রতিক্রিয়ার প্রবণতা বেড়ে যাওয়া
ii. নির্দেশিত পদে কাজ করলে পুরস্কার পাওয়া
iii. প্রেষণা ছাড়াই শিক্ষণ হওয়া
নিচের কোনটি সঠিক?
বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কোন পদ্ধতিকে বোঝায়?
শেলডনের মতবাদ অনুযায়ী কোন শ্রেণির লোকেরা খেলাধুলা পছন্দ করে এবং অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়?
ওয়েসলার প্রণীত শিশুদের বুদ্ধি অভীক্ষা হলো—
i. WISC ii. WAIS iii. WPPS
অহমকে প্রধান কার্যনির্বাহী বলার কারণ—
i. এটি ব্যক্তির বাস্তবভিত্তিক কার্যক্রম নির্ধারণ করে
ii. এটি আদিসত্তা ও অতি অহমের মধ্যে সমন্বয় সাধন করে
iii. এটি নৈতিক নীতি দ্বারা পরিচালিত হয়
শিশুর সমাজীকরণের প্রথম ধাপ কোনটি?
“বুদ্ধি হলো জগতকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবেলা করার সামর্থ্য”–এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও : রিয়াজ অষ্টম শ্রেণিতে পড়ে। সে ফুটবল খেলতে এবং খেলা দেখতে খুব পছন্দ করে। সে ব্রাজিলের স্ট্রাইকার নেইমার এর মতো চুলের ছাঁট দিয়েছে।
রিয়াজের মধ্যে কোন ধরনের সমাজীকরণ ঘটেছে?
উদ্দীপকে উল্লিখিত সমাজীকরণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো—
i. কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির গুণাবলিকে
নিজের বলে মনে করে
ii. অন্যের আচরণ সম্পূর্ণ নকল করা
iii. অন্যের আচরণকে গভীর ও স্থায়ীভাবে গ্রহণ করা
মনোভাবের প্রধান উপাদান কয়টি?
যে সকল ব্যক্তি জীবনের মৌলিক কাজও নিজে নিজে করতে অক্ষম, তারা কোন ধরনের বুদ্ধি প্রতিবন্ধী?
স্বাধীনতা, ন্যায়নীতি, সততা কিসের উদাহরণ?
চালক রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে লালবাতি দেখে গাড়ি থামিয়ে দিল। এখানে গাড়ি থামানো কোন চলের উদাহরণ?
অবদমন চাপ সামলানো কোন ধরনের কৌশল?
বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থের অভাবে পড়াশোনার খরচ চালাতে না পেরে তিনি অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এটি হতাশার কোন ধরনের উৎস?
পৌনঃপুন্য বণ্টনে লেখচিত্রের প্রয়োজনীয়তা রয়েছে কেননা এর মাধ্যমে-
i. উপাত্তকে সংরক্ষণে ও সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়।
ii. তথ্যসারির অন্তর্বর্তী মান নির্ণয় করা যায়।
iii. তথ্যের সঙ্গতি বিধান করা যায়
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও : একজন অসুস্থ রোগী তার চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করল। কিন্তু ডাক্তারের কাছে গেলে ইনজেকশন দিতে হবে এই আশঙ্কায় ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছে। আবার না গেলে অসুস্থতা বেড়ে যাবে এটাও পীড়া দিচ্ছে।
উদ্দীপকে অসুস্থ ব্যক্তিটির মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব বিদ্যমান?
উদ্দীপকে উল্লিখিত দ্বন্দ্বের বৈশিষ্ট্য হচ্ছে—
i. দু'টি লক্ষ্যই আকর্ষণ সৃষ্টি করে
ii. ঋণাত্মক ক্ষমতাসম্পন্ন দুটি লক্ষ্যবস্তু থাকে
iii. একটি অপ্রীতিকর লক্ষ্যবস্তুকে গ্রহণ করতে হয়
পূর্বসংস্কার হ্রাসের উপায় হচ্ছে
i. পরিবেশগত অবহিতির পরিবর্তন সাধন
ii. আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন
iii. একই লক্ষ্য অর্জনে যৌথ প্রচেষ্টা
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও : জনাব আবছার বাস্তবতার চেয়ে আধ্যাত্মিকতায় অধিক মনোযোগী। সুখে-দুঃখে সবসময়ই তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকেন।
জনাব আবছার কোন ধরনের মূল্যবোধসম্পন্ন?
জনাব আবছারের মূল্যবোধের বৈশিষ্ট্য হলো—
i. বিমূর্ত ধারণার অধিকারী
ii. সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে আগ্রহী
iii. প্রকৃতির মাঝে সৌন্দর্য খুঁজে বেড়ায়
কোন পদ্ধতিতে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়?
মনোবিজ্ঞানী শিক্ষার্থীকে কতগুলো ছবি দিয়ে একটির পর একটি এমনভাবে সাজাতে বললেন যেন একটি অর্থপূর্ণ গল্প তৈরি হয়। এটি কোন বুদ্ধি অভীক্ষায় করা হয়?
দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আন্তঃক্রিয়ার মাত্রা বৃদ্ধি পেলে পারস্পরিক পছন্দের মাত্রাও বেড়ে যায়। এটি আন্তঃব্যক্তিক আকর্ষণের কোন উপাদানের কাজ?
বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশল কত প্রকার?
মেদবহুল, গোলগাল ও খাটো ব্যক্তিগণ নিচের কোন শ্রেণির?
"কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার প্রস্তুতিই মনোভাব"-সংজ্ঞাটি কার?
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
রিনা ও মিনা দুই বান্ধবী। দুজনেই গবেষণাকর্ম নিয়ে ব্যস্ত। রিনা বর্তমানে সামাজিক সমস্যা নিয়ে কাজ করছে। তার জন্য বিভিন্ন স্থানের লোকজনের কাছ থেকে পূর্ব নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। অপরদিকে মিনা তার গবেষণায় খুবই নিয়ন্ত্রিত পরিবেশে তথ্য সংগ্রহ করছে।
রিনা যে পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করছে তা হলো-
মিনা যে পদ্ধতি ব্যবহার করছে তার বৈশিষ্ট্য হলো-
i. পরীক্ষণটি পুনরাবৃত্তি করা যায়
ii. তথ্যের যাচাই-বাছাই করা যায়
iii. চলের নিয়ন্ত্রণ করা যায়
পরীক্ষণে গবেষক প্রাণীর আচরণের উপর কোন চলের প্রভাব দেখতে চান?
Q১ = ৪৭ ও Q৩ = ৬৩ হলে চতুর্থক ব্যবধান কত
আদর্শ বিচ্যুতিকে বর্গ করলে যা পাওয়া যায় তার নাম-
জরুরি ভিত্তিতে অনেক লোক নিয়োগের ক্ষেত্রে কোন অভীক্ষা প্রয়োগ করা হয়?
যুক্তি দেখানো মনোভাবের কোন ধরনের উপাদান?
সমাজবিজ্ঞানী Edward Spranger মূল্যবোধকে কয় ভাগে ভাগ করেছেন?
থার্সটোন মানকের উক্তিগুলিকে কিভাবে বিন্যস্ত করা হয়?
কোন পরিবারের শিশুরা অধিক সামাজিক হয়?
১৪ বছর বয়সী তারেক তার থেকে বেশি বয়সের কোন প্রশ্ন উত্তর দিতে পারে না। তারেকের মানসিক বয়স কত?
"মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান”—এ কথাটি কে বলেন?
ওয়াটসন
রডিজার
উইলহেম উন্ড
ক্রাইডার
আব্রাহাম মাসলো মানুষের অভাবকে কয়ভাগে ভাগ করেছেন?
চিকিৎসা মনোবিজ্ঞান —
i. রোগের কারণ অনুসন্ধান করে
ii. রোগের উৎস চিহ্নিত করে
iii. রোগের চিকিৎসার ব্যবস্থা করে না
নিচের কোনটি সঠিক ?
কোষের মধ্যে অবস্থিত ঘন গোলাকার সজীব পদার্থটিকে কী বলা হয়?
যন্ত্রকে মানুষের উপযোগী করে তৈরি করা মনোবিজ্ঞানের কোন শাখার লক্ষ্য?
মেরুরজ্জুতে কত জোড়া মেরুস্নায়ু রয়েছে?
চোখের পলক ফেলা কোন ধরনের আচরণ?
'প্রেষণা যত বেশি, কর্মচাঞ্চল্যও তত বেশি—এটি প্রেষিত আচরণের কোন বৈশিষ্ট্য?
পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়, কেননা -
i. এটি এড্রিনাল গ্রন্থির ক্রিয়া কিছুটা নিয়ন্ত্রণ করে
ii. অগ্ন্যাশয় গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে
iii. যৌনগ্রন্থির ক্রিয়া কিছুটা নিয়ন্ত্রণ করে
সর্বপ্রথম জ্ঞানীয় মানচিত্রের কথা কে বলেন?
রাকা বাংলা শেখার পরই বিরতি না দিয়ে ইংরেজি বিষয় শিখল। ফলে বাংলার কিছু অংশ ভুলে গেছে। এ মতবাদের নাম কী?