একটি শব্দের ভাষাগত জটিলতা ও দুর্বোধ্যতা দূর করার মাধ্যম কোনটি?
নঞর্থক সংজ্ঞায় সংজ্ঞেয় পদের কোনটি ব্যক্ত করা হয় না?
যে বিষয় দ্বারা একটি পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কী বলে ?
কাকে অসম্পূর্ণ প্রক্রিয়া বলা হয়?
রবি যখন কোনো বিষয় নিয়ে গবেষণা করে, তখন সে গবেষণার বিষয়ে বিভিন্ন পদের সংজ্ঞায় দুটি বিষয় অবশ্যই একই সাথে উল্লেখ করে। বিষয় দুটি কী?
'অর্থহীন চিহ্নমাত্র'- কথাটির তাৎপর্য কী?
যৌক্তিক বিভাগে যে গুণের ভিত্তিতে বিভাজন করা হয় তার নাম কী?
কী ধরনের পদের যৌক্তিক বিভাগ সম্ব?
পারস্পরাঙ্গী বিভাগ একটি-
i. ভ্রান্ত বিভাগ
ii. অনুপপত্তি
iii. নিয়মের লঙ্ঘন
নিচের কোনটি সঠিক?
বিভাগকরণ প্রক্রিয়ায় উচ্চতর জাতি বা শ্রেণি থেকে ক্রমানুসারে নিম্নতর উপজাতি বা শ্রেণির দিকে অগ্রসর হতে হয়। এর ব্যতিক্রম হলে কী হবে?
যুক্তিবিদ বেইনের মতানুযায়ী 'ইথারকে' কী বলা হয়?
যেসব জাগতিক ঘটনাবলির কারণ সম্পর্কে উপযুক্ত প্রমাণ গঠন করা যায় না, সেসব ক্ষেত্রে সাময়িকভাবে বিশেষ এক ধরনের প্রকল্প গঠন করা হয়। তাকে কী বলে?
'ধুমকেতুর উদয় রাজার মৃত্যুর কারণ'- এ প্রকল্পটি যৌক্তিক নয় কেন?
যুক্তিবিদ্যার শিক্ষক জাফর স্যার বিজ্ঞানসম্মত কল্পনার কথা বলেছেন। তিনি কী বলে থাকতে পারেন?
i. ভূপৃষ্ঠের আকর্ষণই ভারী বস্তু নিচে পড়ার কারণ
ii. নিউটন এর নাম দিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তি
iii. এই প্রকল্পটি পরবর্তীতে নিয়মের পর্যায়ে উন্নীত হয়েছে
কবির একটি ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে পারিপার্শ্বিক ঘটনাবলির সমাবেশকে কারণ হিসেবে অনুমান করেছে। কবির কোন ধরনের প্রকল্প গঠন করেছেন।
ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরীণ গোলযোগকে দায়ী করা হলে কেমন হবে?
শূন্য থেকে কী সৃষ্টি হয় না?
কোনো ঘটনা থেকে একটি অবস্থা অপসারণ করার ফলে অন্য একটি অবস্থাও অপসারিত হলে কী আছে বুঝতে হবে?
যুক্তিবিদ মিলের মতে পাঁচটি পরীক্ষাত্মক পদ্ধতির মধ্যে ক ও খ হলো মৌলিক পদ্ধতি। এখানে ক ও খ হলো-
একটি ঘটনা কীভাবে অন্য একটি ঘটনার সাথে কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ তা জানার জন্য আমাদের কী করতে হবে?
সেলিম জড়বস্তুর নিম্নগামী গতি ব্যাখ্যা করতে গিয়ে মাধ্যাকর্ষণ শক্তিকে প্রকল্প হিসেবে গঠন করেন। এখানে সেলিম কোন বিজ্ঞানীর প্রতিনিধিত্ব করছে?
কীভাবে ক্রমিক শ্রেণিকরণের শ্রেণিবিন্যাস করা হয়?
শ্রেণিকরণের ক্ষেত্রে মানুষ শ্রেণির সংজ্ঞা প্রদান করা হয় কীভাবে?
যে ঘটনা ১০০ বারের মধ্যে ১০০ বারই ঘটে তাকে কী ধরনের ঘটনা বলা হয়?
মানুষের অজ্ঞতার ফলে কোনটির উচ্ছ্ব হয়?
উদ্দীপকে উল্লিখিত 'মানুষ' পদের প্রকৃতি ব্যাখ্যার কোনটি সমর্থন করে?
উদ্দীপকে 'মানুষ' পদটির যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে-
i. পূর্ণ ব্যক্ত্যর্থ
ii. বিভেদক লক্ষণ
iii. আসন্নতম জাতি
উদ্দীপকে সেনা সদস্যরা বিশুদ্ধ খাবার পানির অভাবে যেভাবে পুকুরের পানি পান করেন তার মাধ্যমে কোন প্রকল্পের ইঙ্গিত পাওয়া যায়?
এ প্রকল্পের বৈশিষ্ট্য হলো-
i. সাময়িকভাবে গৃহীত হয়
ii. তাৎক্ষণিকভাবে কাজ চালানোর জন্য গৃহীত হয়
iii. তেমন কোনো বৈজ্ঞানিক মূল্য থাকে না
সংজ্ঞা প্রদান করতে হয় কিসের ক্ষেত্রে?
'সূর্য হলো সৌরজগতের কেন্দ্র'- এ বাক্যে 'সূর্য পদের সমর্থক হচ্ছে-
যৌক্তিক বিভাগের প্রতিটি ধাপই-
'Temno' শব্দের অর্থ কী?
'যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে সাদৃশ্যসমূহ কম হবে সে সাদৃশ্যানুমান কম সম্ভাব্য হবে' বলেছেন-
i. পিকে রায়
ii. মিল
iii. বেইন
সূর্যকেন্দ্রিক প্রকল্পটি কে প্রণয়ন করেন?
বাস্তব কারণে ইংরেজি প্রতিশব্দ কোনটি?
দৈনন্দিন জীবনে কাজে অগ্রসর হওয়ার জন্য পথনির্দেশক হিসেবে আমরা ধরে নিতে পারি-
ব্যাখ্যা' শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে-
ব্যাখ্যার ইংরেজি শব্দ 'Explanation' কোন শব্দ থেকে এসেছে?
বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?
বৈজ্ঞানিক ব্যাখ্যার সিদ্ধান্ত হয়-
i. উন্নত
ii. যৌক্তিক
iii. মানসম্মত
মানুষ অজানাকে জানতে চায়-
যুক্তির উপস্থাপনার দিক থেকে ব্যাখ্যা হচ্ছে-
প্রেম, বিরহ, ঘৃণা, এগুলোর কী করা সম্ভব হয়?
প্রকৃতির ঘটনার মধ্যে কী রয়েছে?
ব্যাখ্যার যথার্থ প্রকৃতি বিশ্লেষণ করতে আগ্রহী?
যুক্তিবিদগণ ব্যাখ্যাকে কয় ভাগে ভাগ করেছেন?
সাধারণ মানুষের জ্ঞানের পরিধি-
সম্ভাবনাকে কয়টি অর্থে ব্যাখ্যা করা হয়?
জগতের সকল জ্ঞানীর কথা-