সম্ভাবনার আত্মনিষ্ঠ ভিত্তির কথা বলেন-
সম্ভাবনার ইংরেজি কী?
বৈজ্ঞানিক প্রকল্পকে আমরা ইংরেজিতে বলতে পারি-
সম্ভাব্যতা কথাটি-
উদ্দীপকে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার মাধ্যমে কোনো প্রকার পরীক্ষণ পদ্ধতির পরিচয় পাওয়া যায়?
উদ্দীপকের শিক্ষার্থীর 'বৃষ্টি' সম্পর্কে ধারণাটি কী
অনুচ্ছেদটি শিক্ষক যে উক্তিটি করেছেন তা যে ধরনের-
i. সম্ভাবনা
ii. আকস্মিক
iii. নিশ্চিত
নিচের কোনটি সঠিক?
সংজ্ঞা প্রদান করতে হয় কীসের ক্ষেত্রে-
"সূর্য হলো সৌরজগতের কেন্দ্র”- এ বাক্যে 'সূর্য' পদের সমর্থক হচ্ছে-
যে জাতির ব্যক্তর্থ এত বেশি যে তার চেয়ে বেশি ব্যক্তর্থ সম্পন্ন আর কোনো জাতি নেই তাকে বলে-
i. পরমত জাতি
ii. সর্বোচ্চ জাতি
iii. উপজাতি
যৌক্তিক বিভাগের প্রতিটি ধাপই-
"An Introduction to logic" গ্রন্থটি কার?
যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে সাদৃশ্যসমূহ কম হবে, সে সাদৃশ্যনুমান কম সম্ভাব্য হবে বলেছেন-
সূর্যকেন্দ্রিক প্রকল্পটি কে প্রণয়ন করেন?
যৌক্তিক সংজ্ঞার কয়টি নিয়ম রয়েছে?
দৈনন্দিন জীবনে কাজে অগ্রসর হওয়ার জন্য পথনির্দেশক হিসেবে আমরা ধরে নিতে পারি-
ব্যাখ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে-
ব্যাখ্যার ইংরেজি-শব্দ কোন শব্দ থেকে এসেছে?
বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?
বৈজ্ঞানিক ব্যাখ্যার সিদ্ধান্ত হয়-
i. উন্নত
ii. যৌক্তিক
iii. মানসম্মত
ব্যাখ্যার যথার্থ প্রকৃতি বিশ্লেষণ করতে আগ্রহী-
যুক্তিবিদগণ ব্যাখ্যাকে কয় ভাগে ভাগ করেছেন-
সাধারণ মানুষের জ্ঞানের পরিধি-
মানব মনের প্রকৃতি জিজ্ঞাসার নিবৃত্তির জন্যই ব্যাখ্যাকরণ প্রক্রিয়ার-
i . উদ্ভব
ii. ধ্বংস
iii. বিকাশ
প্রকৃতির বিভিন্ন মিল বা অমিলের ভিত্তিতে তৈরি করা হয়-
শ্রেণিকরণ প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
শ্রেণিকরণ অনুযায়ী প্রকরণ হলো-
কে সকল কিছুতে সন্দেহ ও সংশয় প্রকাশ করতেন?
উদ্দীপকে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার মাধ্যমে কোন প্রকার পরীক্ষা পদ্ধতির পরিচয় পাওয়া যায়?
উদ্দীপকে যে প্রকার পরীক্ষা পদ্ধতির পরিচয় পাওয়া যায় তার বৈশিষ্ট্যগুলো হলো-
i. সর্বদা দুটি দৃষ্টান্ত থাকে
ii. মিল ও অমিলের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা
iii. সার্থক ও নঞর্থক দৃষ্টান্ত থাকে না
উদ্দীপকে কোন ব্যাখ্যার ইঙ্গিত রয়েছে?
উদ্দীপকে উল্লিখিত কণার ধারণাটি যে ধরনের-
i. বিজ্ঞানভিত্তিক
ii. লৌকিকতা
iii. কুসংস্কার
কারণ হলো কতকগুলো শর্তের সমষ্টি' কে বলেছেন?
কারণ ও কার্য হচ্ছে-
i. পূর্ববর্তী ঘটনা
ii. অপরিবর্তিত ঘটনা
iii. পরবর্তী ঘটনা
'রাত হলো দিনের কারণ'- সিদ্ধান্তটিতে কোন অনুপপত্তি ঘটেছে?
ব্যতিরেকী শব্দের অর্থ কী?
যুক্তিবিদ বেইন অপনয়নের কয়টি সূত্রের কথা উল্লেখ করেছেন?
কোন পদ্ধতিতে নিশ্চিত সিদ্ধান্ত স্থাপন করা যায়?
বৈজ্ঞানিক ব্যাখ্যার ধরন কোনটি-
i. বিশ্লেষণ
ii. শৃঙ্খল যোজন
iii. অন্তর্ভূক্তি
জোয়ার-ভাটা কোন নিয়মের অন্তর্গত?
একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসাকে কী বলা হয়?
ঈশ্বর, আত্ম ইত্যাদি বিষয়ের মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে?
কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ৭০% হলে, সম্ভাৱনার মাত্রা কত?
আকস্মিকতা শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয় ?