উপরের রেখচিত্রে (?) চিহ্নিত স্থানটিতে কী হবে?
কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নেই?
'ক' রাষ্ট্রের রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত হন। তিনি রাষ্ট্রের নিয়মতান্ত্রিক শাসক। তিনি প্রকৃত ক্ষমতা ভোগ করেন না। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া সাধারণত কিছু করেন না।
'ক' রাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান ?
নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা বা রানি ক্ষমতাপ্রাপ্ত হন-
সংসদীয় সরকারের প্রধান কে?
আঞ্চলিক ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে ভাগ করা হয়—
এককেন্দ্রিক সরকারে কোনটি অনুপস্থিত?
এরিস্টটলের Politics গ্রন্থে সরকার কাঠামো কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
গণতন্ত্র হবে -
i. জনগণের দ্বারা
ii. জনগণের জন্য
iii. জনগণের শাসন
নিচের কোনটি সঠিক?
ইউরোপীয় ইউনিয়ন একটি কনফেডারেশন। কারণ এর রয়েছে -
i. একই মুদ্রা
ii. সংবিধান
iii. অর্থনৈতিক নীতি
রাজতান্ত্রিক সরকার কাঠামোয় -
i. রাজা বা রানির হাতে চরম ক্ষমতা থাকে
ii. রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে
iii. বাহ্যিক শাসনকে মেনে নেওয়া হয়।
সরকার গঠিত হয়—
i. আইন বিভাগ নিয়ে
ii. শাসন বিভাগ নিয়ে
iii. বিচার বিভাগ নিয়ে
নিচের কোনটি সঠিক ?
একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রবিরোধী। কেননা এখানে জনগণকে মেনে নিতে হয়—
i. একমাত্র আদর্শকে
ii. এক নেতার নেতৃত্বকে
iii. একমাত্র দলকে
উদ্দীপকের 'A' রাষ্ট্রটির সরকার প্রধান কে?
উদ্দীপকের 'B' রাষ্ট্রটির সরকার ব্যবস্থা কী ধরনের?
মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের শাসন ব্যবস্থা বিরাজমান?
মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম একটি-
'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
উদ্দীপকে বর্ণিত 'খ' রাষ্ট্রে সরকারের যে বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তা হলো-
ব্রিটেনে সর্বোচ্চ আদালত হিসেবে কাজ করে কোনটি?
বাংলাদেশের আইনসভা কত কক্ষবিশিষ্ট?
কোনটি রাষ্ট্রীয় অর্থ নিয়ন্ত্রণকারী?
ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম কী?
আইনসভার/আইন বিভাগের প্রথম ও প্রধান কাজ কোনটি?
আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষের নাম কী?
নিচের কোন দেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট?
'?' চিহ্নিত স্থানটি কোনটি নির্দেশ করে?
নিচের কোন রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বিদ্যমান?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় নিম্নকক্ষের সদস্যরা কীভাবে নির্বাচিত হয়?
সমাজতান্ত্রিক ব্যবস্থায় কয়টি রাজনৈতিক দল থাকে?
এককক্ষ বিশিষ্ট আইন পরিষদের নেতিবাচক ফলাফল হলো-
i. সংখ্যাগরিষ্ঠ দলের স্বেচ্ছাচারিতার সম্ভাবনা
ii. যুক্তরাষ্ট্রীয় সরকারের অনুপযোগী
iii. বিভিন্ন শ্রেণি ও স্বার্থের প্রতিনিধিত্ব দান
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় থাকে -
i. নিম্নকক্ষ
ii. মধ্যকক্ষ
iii. উচ্চ কক্ষ
উপরের ছকটিতে “?” চিহ্নিত স্থানে কী বসবে?
উদ্দীপকের দ্বি-কক্ষবিশিষ্ট ব্যবস্থাটির নিম্নকক্ষের সদস্যরা নির্বাচিত হন—
মি. আনিস কোন বিভাগে কর্মরত?
“ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি" বাস্তবায়িত হলে মি. আনিসের বিভাগ কী অর্জনে সক্ষম হবে?
আইন বিভাগের মূল কাজ কী?
অধ্যাপক গেটেলের মতে, সংবিধান প্রণয়নের পদ্ধতি কয়টি?
মি. আলমগীর একজন জনপ্রতিনিধি। তিনি সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করেন। তিনি সমাজে শান্তি-শৃংখলা বজায় রাখা, নাগরিকের নিরাপত্তা ও অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কোন আইন প্রয়োগ করেন?
M একটি গণতান্ত্রিক রাষ্ট্র আর N একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। উভয়ের ক্ষেত্রে কী ধরনের ভিন্নতা দেখা দিবে?
বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব কার?
“স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত” পার্লামেন্টের এই সিদ্ধান্ত অনুযায়ী সে দেশে ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হয়। 'না' পক্ষে ৫৫.৩% এবং 'হ্যা' পক্ষে ৪৪.৭% ভোট পড়ে। পার্লামেন্ট ইংল্যান্ডের সাথে যুক্ত থাকার সিদ্ধান্ত গ্রহণ করে। গণতন্ত্রের কোন বৈশিষ্ট্যটি পার্লামেন্টের সিদ্ধান্তে রয়েছে?
আইনকে বাস্তবে প্রয়োগ করেন কারা?
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কী?
সংসদীয় গণতন্ত্রে আইনসভার সদস্যগণ কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে?
আইনসভা কাজ করে—
i. সরকারি নীতি প্রণয়নে
ii. সংবিধান সংশোধনে
iii. জনমত গঠনে
আইন বিভাগের কাজ হলো—
i. আইন প্রণয়ন ও সংশোধন
ii. সংবিধান প্রণয়ন ও সংশোধন
iii. অধ্যাদেশ প্রণয়ন
নিচের কোনটি সঠিক?-
মিয়ানমার বাংলাদেশের সমুদ্রসীমা লঙ্ঘন করে কোন আইন অবমাননা করেছে?
অনুচ্ছেদে উল্লিখিত আইনের মাধ্যমে-
i. ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ণয় করা হয়
ii. ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নির্ণয় করা হয়
iii. সার্বভৌম কর্তৃপক্ষের সাথে সার্বভৌম কর্তৃপক্ষের সম্পর্ক নির্ণয় হয়
আইন প্রয়োগ করে —