পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে ৬ শাখা আলোচনা করে তার নাম
বাংলাদেশে সর্বশেষ আদমশুমারী হয় কত সালে?
কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তন নিম্নের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
i. জন্মহারii. মৃত্যুহার
iii. অভিগমন
সূমীর ক্ষেত্রে নিম্নের কোন ধরনের অভিগমণ হয়েছে?
জনাব ইমতিয়াজ যে দেশের নাগরিক সে দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় স্তরে অবস্থানের কারণ—
i. মৃত্যুহার নিচের স্তরে স্থির থাকে
ii. মৃত্যুহার কমতে থাকেiii. জন্মহার কমতে থাকে
একটি দেশের জনসংখ্যাকে ঐ দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে জনসংখ্যার?
জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশ প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে আবস্থানের কারণ—
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে কম বসতি দেখা যায়?
নদীগুলোর সক্রিয়তার অভাবে বাংলাদেশের কোন অঞ্চলে সারিবদ্ধ বসতি গড়ে উঠে?
বৃষ্টির বাড়ি পাবনায়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুপ্তি চাকমার গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে সেখানে ভিন্ন ধরনের বসতি দেখতে গেল।
বৃষ্টি কোন ধরনের বসতি দেখতে পেয়েছিল?
উদ্দীপকে ইঙ্গিতকৃত এলাকার সাথে বৃষ্টির নিজ এলাকার বসতির ভিন্নতর হওয়ার কারণ— নিচের কোনটি সঠিক?
i. মৃত্তিকার ভিন্নতার কারণে ii. গৃহ নির্মাণের ধরনে iii. সাংস্কৃতিক বৈচিত্র্যে
ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন?
নিচের কোনটি সঠিক?i. তাপমাত্রার আধ্যিকের কারণেii. বৃষ্টিপাতের আধ্যিকের কারণে iii. মৃত্তিকায় জৈব পদার্থের ঘাটতির কারণে
২০১৩ সালের হিসাব অনুযায়ী 'A' ও 'B' দেশ দু'টি তাদের প্রধান খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে। উক্ত খাদ্যশস্য রপ্তানীর ক্ষেত্রে দেশের তেমন ভূমিকা না থাকলেও 'B' দেশটি প্রায় শীর্ষ স্থানে রয়েছে।
উদ্দীপকের দেশ দু'টিতে যে খাদ্যশস্য উৎপন্ন হয় তার অনুকূল তাপমাত্রা কত ডিগ্রী সেন্টিরোড?
উদ্দীপকে উল্লিখিত 'A' দেশটি ইংঙ্গিতপূর্ণ খাদ্যশস্যটির রপ্তানী বাণিজ্যে কম গুরুত্বপূর্ণ কেন?i. অধিক জনসংখ্যাii. অভ্যন্তরীণ চাহিদাiii. বাজারজাতকারণের অসুবিধানিচের কোনটি সঠিক?
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার প্রধান উপাদান কোনটি?
২০১২ সালের তথ্যানুযায়ী বিশ্বের শীর্ষ লৌহ আকরিক উৎপাদনকারী দেশ কোনটি?
অনিক ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাকুরী করে। ঐ কারখানায় ব্যবহৃত প্রধান কাঁচামাল সিলেটের হরিপুর থেকে সরবরাহ করা হয়।
উদ্দীপকে উল্লিখিত কারখানায় কোন খনিজ ব্যবহার করা হয়?
উদ্দীপকের কারখানায় ব্যবহৃত কাজে ব্যবহার করা হয়? কাঁচামাল আর কিi. যানবাহনের জ্বালানী হিসাবে ii. তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী হিসাবেiii. সৌর বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী হিসাবেনিচের কোনটি সঠিক?
বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি?
বাংলাদেশের সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ—
নিম্নের উদ্দীপকের আলোকে ২৫ ও ২৬ নং প্রশ্নেরউত্তর দাও :—স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের অবহেলিত নারীগোষ্ঠীকে কাজে লাগিয়ে করিম সাহেব নতুন এক প্রকার শিল্প স্থাপনের পরিকল্পনা করেন। করিম সাহেবকে অনুসরণ করে পরবর্তীতে অনেকে এ শিল্পে এগিয়ে আসেন। যার ফলশ্রুতিতে বর্তমানে এটি দেশের অন্যতম প্রধান শিল্প। এই শিল্পজাত পণ্যের প্রধান ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে।
করিম সাহেব কি শিল্পজাত পণ্য রপ্তানী করেন?
দ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের অনুকূল নিয়ামককোনটি?i. আন্তর্জাতিক বাজার ii. কাঁচামালiii. নারী শ্রমিক।
নিচের কোনটি সঠিক?
কেন শীতলক্ষ্যা নদী তীরে সার কারখানা গড়ে উঠেছে?i. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতিii. মিঠা পানির সান্নিধ্যiii. পরিবহন ব্যবস্থা সুবিধা
স্বল্প ব্যয়ে অধিক পন্য পরিবহনের জন্য কোনটি সুবিধাজনক ?
চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে জ্বালানী তেল পরিবহনে কোন রেলপথ ব্যবহার করা হয়?
বাংলাদেশের প্রধান রপ্তানী পণ্য কোনটি?
নিচের কোনটি বৃহত্তম বাণিজ্যিক সংঘঠন
আশ্রয়কেন্দ্র নির্মাণ দূর্যোগ ব্যবস্থাপনাচক্রের কোন ধাপের সাথে সংশ্লিষ্ট ?
দুর্যোগ প্রশমনের জন্য কোনটি গুরুত্বপূর্ণ?i. অবকাঠামোগত উন্নয়ন ii. দুর্যোগ হ্রাসের কৌশল নির্ধারণiii. শস্য বহুমুখীকরণ
নিচের উদ্দীপকের আলোকে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :-অভি জলপথে ঢাকা হতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। সে লক্ষ্য করলো, যাত্রাপথের দুই পার্শ্বের কল-কারখানার বর্জ্য সেখানকার প্রবাহমান ধারায় এসে মিশছে।অভির দেখা সমস্যাটি নিম্নের কোনটি দূষিত করে?
উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিচের কোনটি নির্দেশ করে?1. প্রাকৃতিক দূষণ ii. মানবসৃষ্ট দূষণiii. পরিবেশ দূষণ নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাওঃ কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না।
ফসলটি সবচেয়ে কোন দেশে উৎপন্ন হয়?
উদ্দীপকের ফসলটি—i. ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় জন্মে ii. চাষের জন্য বৃষ্টিপাতের দরকার হয়iii. বেলে মাটিতে উৎপাদন ভাল হয় নিচের কোনটি সঠিক?
২০০ পরিবারের অধিক একসাথে বসবাস করে কোনবসতিতে?
নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি?
বসতি গড়ে উঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি?
উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও: লিনজু নেত্রকোণার একটি গ্রামের কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে সাভারের একটি গার্মেন্টসে চাকুরী নিয়েছে। সেখানেই সে বসতি গড়েছে।
উদ্দীপকে উল্লিখিত অভিগমনের ধরন কোনটি?
লিনজুর অভিগমন হচ্ছে—i. অভ্যন্তরীণii. আকর্ষণজনিতiii. বিকর্ষণজনিত
মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
বাংলাদেশে রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি?
জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না?
নিম্নের অপ্রচলিত পণ্য কোনটি?
বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি?
উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও: পুলক সাহেবের বয়স খুব বেশি নয়। তবে তিনি দূষিত পরিবেশে বসবাস করার জন্য দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টও ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছেন ।
উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ দূষণ কোন ধরনের?
উদ্দীপকে দূষণের কারণ হচ্ছে— i. জমিতে রাসায়নিক সার ব্যবহারii. জ্বালানী হিসেবে কাঠের ব্যবহার উচ্চনিচের কোনটি সঠিক?