শফিকুল বাংলাদেশের উপকূলীয় একটি জেলায় ব্যাংকে চাকুরী করে। একদিন সে বিকালে বেড়াতে গিয়ে নিচে উন্মুক্ত তিন তলা বিশিষ্ট বিল্ডিং দেখতে পায়। যা মানুষ ও প্রাণীকুল একটি বিশেষ দুর্যোগ নিরাপদস্থান হিসেবে ব্যবহার করে।উদ্দীপকে উল্লিখিত উপকূলীয় এলাকা অন্যতম দুর্যোগপূর্ণ অঞ্চল হবার কারণ হচ্ছে—i. পাশ্ববর্তী সাগরের ফানেল আকৃতিii. ক্রান্তীয় অঞ্চলে অবস্থানiii. সমুদ্র সমতল হতে স্বল্প উচ্চতানিচের কোনটি সঠিক?
কোন কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়?
i. পৃথিবীর আবর্তন
ii. বায়ুপ্রবাহ
iii. উষ্ণতার তারতম্য
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে 'ক' অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে-
i. তাপমাত্রা কমে যাওয়ায় উচ্চচাপের সৃষ্টি
ii. বায়ুর গতিপথে পর্বতের বাধা
iii. দক্ষিণ-পশ্চিম থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু
বায়ু দূষণ প্রতিরোধে কার্যকরী হলো—
i. বনায়ন কার্যক্রম জোরদার করা
ii. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
iii. যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা
উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হচ্ছে—
i. প্লাবন ভূমি
ii. মৃত্তিকা লালচে বর্ণের
iii. গজারী বন দ্বারা আবৃত
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজন-
i. অভ্যন্তরীণ নদীখাতে নৌ চলাচল নিয়ন্ত্রণ করা
ii. নদীর উজানে বাঁধ নির্মাণ করা
iii.বন্য প্রাণীর অবাধ চলাচল নিশ্চিত করা
উদ্দীপকে 'ক' ভূমিরূপটি গঠিত হয়—
i. নদীর দু'টি বাঁক পরস্পর সন্নিকটে প্রবাহিত হলে
i. দু'টি বাঁকের মধ্যবর্তী অংশ একত্রে প্রবাহিত হলে ক্ষয় হয়ে
iii. বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয় না হয়ে প্রবাহিত হল
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
বাংলাদেশে জলবায়ুর ভিন্নতার প্রভাব সর্বাপেক্ষা পরিলক্ষিত হয়—
i. দক্ষিণ পূর্বাঞ্চলে
ii. উত্তর পশ্চিমাঞ্চলে
iii. উত্তর পূর্বাঞ্চলে
সমভূমি অঞ্চলের নদী উপত্যকা—
i. প্রশস্ত হয়
ii. গভীর হয়
iii. সংকীর্ণ হয়