করণ শিক্ষণ হলো—
i. বলবৃদ্ধির ফলে প্রতিক্রিয়ার প্রবণতা বেড়ে যাওয়া
ii. নির্দেশিত পদে কাজ করলে পুরস্কার পাওয়া
iii. প্রেষণা ছাড়াই শিক্ষণ হওয়া
নিচের কোনটি সঠিক?
জ্ঞানীয় দৃষ্টিভঙ্গির মূল নিহিত কোথায়?
কোনো পরীক্ষার সাফল্যাঙ্ক প্রকাশ করা হয় কীসের মাধ্যমে?
আফজাল মিশুক, আরামপ্রিয়, বন্ধুভাবাপন্ন এবং ভোজনপ্রিয়। সে সব সময় আদর ও ভালোবাসা পেতে চায়। আফজাল কোন ব্যক্তিত্বের মানুষ?
ভয় পেলে প্রাণী পলায়ন করে বা চুপচাপ থাকে। এখানে ভয় কীসের ইঙ্গিত বহন করে?
নিরাপত্তাবোধ যদি নিরাপত্তাহীন উৎস সংলক্ষণ হয়, তাহলে স্বাচ্ছন্দ্যবোধ কোন সংলক্ষণ হবে?