কোন খাদ্য খাওয়ালে গাভির দুধ উৎপাদন বাড়ে?
নাক দিয়ে মাটির ঘ্রাণ নেয় কোন রোগ হলে?
জন্মের সময় সবচেয়ে কোন জাতের গরুর বাছুর বড় হয়?
পশুর জন্য 'হে' কী জাতীয় খাদ্য?
ব্ল্যাক বেঙ্গল ছাগলের পূর্বপুরুষ কোনটি?
কিসের অভাবে কিটোসিস রোগ হয়?
পাস্তুরাইজেশনের পদ্ধতি কয়টি?
গাভির ঘর কী দ্বারা ধুয়ে জীবাণুমুক্ত করা উচিত?
গর্ভবতী গাভির কিটোসিস রোগ হলে -
i. বাঁট দিয়ে আঠালো পদার্থ বের হয়
ii. কোষ্ঠকাঠিন্য দেখা দেয়
iii. গাভি দাঁড়িয়ে চারদিকে ঘুরতে থাকে
নিচের কোনটি সঠিক?
কলোস্ট্রামে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেশি থাকে?
মহিষের জন্য তৈরি শুষ্ক খাদ্যে থাকবে
i. দুই ভাগ আঁশজাতীয় খাদ্য
ii. ১ ভাগ দানাদার খাদ্য
iii. ৩ ভাগ মিশ্র খাদ্য
বাছুরের ৬ মাস বয়স হওয়া পর্যন্ত দিতে হবে -
i. ১-১.৫ কেজি দানাদার খাদ্য
ii. ৭ কেজি কাঁচা ঘাস
iii. ওজন অনুযায়ী ১০% হারে দুধ
গাভির বাছুর বড় হওয়ার পর থেকে পুনরায় গর্ভবতী হওয়ার আগ পর্যন্ত সময়কে কী বলে?
দীর্ঘ বিরতির পর বাচ্চা প্রসব করলে গাভির দুধ উৎপাদনের পরিমাণ কেমন হয়?
দুধ দোহনের স্থানে ভেজা বিচালি এবং সাইলেজকৃত খাবার পশুকে খাওয়ানো উচিত নয় কেন?
চোখ, নাক ও জিহ্বা দ্বারা দুধ পরীক্ষাকে কী বলা হয়?
ছাগলের উল্লেখযোগ্য রোেগ কোনটি?
গো-বসন্তে আক্রান্ত গরুর-
i. মুখ ও খাদ্য নালিতে ঘা হয়
ii. দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয়
iii. শরীরের তাপমাত্রা কমে যায়
দেশি জাতের ছাগল কোন রোগে বেশি আক্রান্ত হয়?
ছাগলের FMD রোগে -
i. বর্ষাকালে বেশি হয়
ii. পায়খানা বন্ধ হয়ে যায়
iii. পায়ের ক্ষুরে ঘা হয়
বাছুর ঘন ঘন সাদা ও পাতলা মল ত্যাগ করে কোন রোগে আক্রান্ত হলে?
ব্যাবেসিওসিস রোগ হলে পশুর
i. দুধের উৎপাদন কমে যায়
ii. কালচে লাল রঙের প্রসার হয়
iii. আইওয়াস দ্বারা ঘর পরিস্কার করতে হয়
গরুর কোন্ অংশ মাছের খাদ্য?
গরুর বাদলা রোগের কারণ-
গরুর কোন্ রোগের চিকিৎসা নেই?
স্ট্রেপটোকক্কাস কোথায় থাকে?
আসিফের দাদার গরুটি-
i. চাষাবাদে ব্যবহারযোগ্য
ii. দিনে প্রায় ৪০ লিটার দুধ দেয়
iii. ওলানগ্রন্থি বেশ বড়
হানিফ উদ্দিন কোন জাতের ঘাস নির্বাচন করলেন?
এ অবস্থায় মাসুমের করণীয় হলো-
i. অসুস্থ গরুটিকে টিকা দেয়া
ii. অসুস্থ গরুটিকে সুস্থ গরুগুলো থেকে পৃথক করা
iii. জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা
আবিরের পরীক্ষাকৃত দুধে-
i. পানি মেশানো হয়েছে
ii. ময়দা মেশানো হয়েছে
iii. ভেজাল আছে
হাসিবের দাদার ক্রয়কৃত গরুটি কোন জাতের?
হাসমত পশুকে কাঁচা ঘাসের পরিবর্তে খাওয়াতে পারতেন-
i. গমের আটা
ii. সাইলেজ
iii. হে
উদ্দীপকের মহিষটি বাংলাদেশের কোন অঞ্চলে পাওয়া যায়?
জনাব জোনায়েদ তার খামারের জন্য নিচের কোন পদ্ধতি অবলম্বন করেন?
উদ্দীপকের পদ্ধতি অবলম্বনের কারণে পশুর
i. স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকে
ii. খাদ্য খরচ কম লাগে
iii. চারপাশে চলাচল সহজ হয়
উদ্দীপকের খামারে ছাগলের সংখ্যা ৫০টি হলে মোট কতটুকু জায়গার প্রয়োজন হবে?
সংরক্ষণের জন্য কোন জাতের ঘাস উত্তম?
ফুলের মধুকে কী বলে?
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (সদর দপ্তর) কোথায় অবস্থিত?
কোন অনুজীব সার জৈব বালাইনাশক হিসেবে মাটি শোধন করে?
উদ্দীপকে উল্লিখিত উপাদান ব্যবহার করে হুক্কু মিয়ার জমির-
ট্রেনিং এর উপকারিতা অনেক। যেমন-
i. গাছের আকার ঠিক রাখে
ii. গাছের কাঠামো শক্ত করে
iii. ফল ধারণের পরিমান বৃদ্ধি করে
শতকরা কতভাগ প্রোটিন থাকে?
কোনটি মাংস উৎপাদনকারী মুরগির জাত?
i. স্টারক্রস ব্রাউন
ii. প্লাইমাউথ রক
iii. ব্রাহ্মা
লেয়ার খামার কী?