কোন মাটি ফসল উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী?
দোঁআশ মাটির পানিধারণ ক্ষমতা শতকরা কত ভাগ?
দোঁআশ মাটির সূক্ষ্ম ও স্থূল রন্দ্রের অনুপাত কত?
ধৈঞ্চা কোন বুনটের মাটিতে ভালো জন্মে?
মৃত্তিকা বিশেষজ্ঞ রাজ্জাক সাহেবকে কোন সার ব্যবহার করতে বলেছেন?
রাজ্জাক সাহেব তার উদ্দেশ্য সাধনে আরও ব্যবহার করতে পারেন i. কেঁচো সারii. কম্পোস্ট সার
iii. খামারজাত সার
নিচের কোনটি সঠিক?
মাটির বালিকণা, কর্দমকণা ও পলিকণার আনুপাতিক হার i. মাটির বাফার ক্ষমতার ধারণা দেয়ii. অণুজীবের কার্যাবলির ওপর প্রভাব রাখে নাiii. মাটির আয়ন বিনিময় ক্ষমতা সম্পর্কে ধারণা দেয়নিচের কোনটি সঠিক?
জমির মাটির উপরের স্তর থেকে মাটির কণা অপসারণকে কী বলে ?
প্রাকৃতিক ভূমিক্ষয়কে অন্য কী নামে অভিহিত করা হয়?
প্রাকৃতিক ভূমিক্ষয়কে প্রধানত কতটি শ্রেণিতে ভাগ করা যায়?
আস্তরণ ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ কোনটি?
লবণাক্ততা সহিষ্ণু স্থানীয় জাত কোনটি?
খরাকবলিত এলাকার ব্যবস্থাপনা হলো-
i. পানি নিষ্কাশনের ব্যবস্থা করা
ii. অগভীর চাষ দেওয়া
iii. জাবড়া প্রয়োগ করা
ফসলের খরা পরিহার কৌশল হলো-
i. অনিয়ন্ত্রিত অভিস্রবণ
ii. পাতা ঝরানো
iii. পাতার আকার হ্রাস
'বাজরা অধিক খরা প্রতিরোধী ফসল' কারণ-
i. মূলের গভীরতা অধিক
ii. মূলের ঘনত্ব বেশি
iii. মূলে নডিউল বেশি
ব্রি ধান ৩৬ জাতের ধান
i. আমন মৌসুমে চাষ করা হয়
ii. শৈত্য সহিষ্ণু জাত
iii. যেসব এলাকায় চাষ হয় সেখানে তাপমাত্রা ১৫° সে. এর নিচে নামে
ব্রি ধান ৫৫ জাতের ধান মধ্যম মাত্রায়
i. শৈত্য সহ্য করতে পারে
ii. লবণাক্ততা সহ্য করতে পারে
iii. খরা সহ্য করতে পারে
ব্রি ধান ৫৪ জাতটি মধ্যম মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে
i. চারা পর্যায়ে
ii. বর্ধনশীল পর্যায়ে
iii. প্রজনন পর্যায়ে
ব্রি ধান ৪০ ও ব্রি ধান ৪১ জাত দুটি মধ্যম মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে-
i. চারা অবস্থায়
ii. থোড় অবস্থায়
iii. প্রজনন অবস্থায়
ব্রি ধান ৫৩ জাতটি
i. আমন মৌসুমে চাষ হয়
ii. শৈত্য সহনশীল
iii. লবণাক্ততা সহ্য করতে পারে
পশুপাখির ওপর প্রতিকূল আবহাওয়ার বিরূপ প্রভাব হলো-
i. দুধ, মাংস ও ডিম উৎপাদন কমে
ii. বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়
iii. অভিযোজন হতে কম সময় লাগে
বন্যাপীড়িত এলাকায় গৃহীত পদক্ষেপগুলো হলো-
i. লেয়ার মুরগির চাষ বৃদ্ধি করা
ii. কচুরিপানা, বিভিন্ন গাছের পাতা, ধানের খড় ইত্যাদি পশু খাদ্য হিসেবে সংগ্রহ করা
iii. উঁচু স্থানে স্থায়ীভাবে পশুপাখির ঘর তৈরি করা
জলোচ্ছ্বাসের কবল থেকে গবাদিপশুকে রক্ষার জন্য-
i. নিচু স্থানে পশুপাখির বাসস্থানের ব্যবস্থা করা উচিত
ii. উঁচু আশ্রয়স্থলে গবাদিপশু নিয়ে বেঁধে রাখা উচিত
iii. কাঁচা ঘাসের পরিবর্তে গবাদিপশুকে গাছপাতা খেতে দেওয়া উচিত
নেপিয়ার, পারা ও জার্মান জাতের ঘাস চাষ করা হয়-
i. লবণাক্ত জমিতে
ii. বন্যাপীড়িত এলাকায়
iii. খরাপীড়িত এলাকায়
কাঁচা ঘাসের বিকল্প
i. 'সাইলেজ
ii. হে
iii. সবুজ শৈবাল
নিচের কোনটি খরা সহিষ্ণু ধানের জাত?
নিচের কোনটি বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণ?
বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বনিম্ন তাপমাত্রা কত?
কোন সময় শুষ্ক বায়ুর প্রবাহে বৃষ্টিপাত হয় না?
বাংলাদেশে কখন গ্রীষ্মকাল থাকে?
কোন মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়?
কোন বায়ুর প্রভাবে কালবৈশাখী হয়?
সমুদ্রে নিম্নচাপ কখন থাকে?
দেশের সর্বোচ্চ তাপমাত্রা কখন থাকে?
সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?
কোন ঋতুতে জলীয় বাষ্প কম থাকে?
শীতকালে বায়ুর গড় আর্দ্রতা কত?
গ্রীষ্মকালে গড় আর্দ্রতা শতকরা কত ভাগ?
কোনটি উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টির পূর্বশর্ত?
কোনটির ওপর বাংলাদেশের কৃষি জলবায়ু নির্ভরশীল?
কোন বায়ুর প্রভাবে পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়?
রাসায়নিক সার ও কীটনাশকের বিষাক্ততা দূর হয় কীভাবে?
কোন সময়ে মাটির আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে?
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবাহে বৃষ্টিপাত হয় কখন?
বাংলাদেশের বনভূমির পরিমাণ কত লক্ষ হেক্টর?
কখন বনায়ন করা ভালো?
কোন ঋতুতে ইলিশ মাছ প্রজননের জন্য নদীর মোহনায় উঠে আসে?
চা ও রাবার ভালো জন্মে কোথায়?
মৎস্য পক্ষ কখন পালন করা হয়?
ফসল উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তিত তাপমাত্রায় খাপ খাওয়ানোর কৌশল হলো-
i. সঠিক সময়ে চারা রোপণ করা
ii. তাপমাত্রা সহনশীল ফসল উৎপাদন করা
iii. অধিক মাত্রায় সেচ প্রদান করা