পশুর অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে খাওয়াতে হয় -
i. সবুজ কাঁচা ঘাস
ii. দানাদার খাদ্য
iii. ভিটামিন 'ই'
নিচের কোনটি সঠিক?
খনিজ পদার্থের অভাবে পশুর -
i. রিকেটস হয়
ii. দুধজ্বর হয়
iii. ওলান প্রদাহ হয়
পেটফাঁপা রোগের আক্রমণে -
i. পশুর পেট ফুলে যায়
ii. মুখ দিয়ে রক্ত বের হয়
iii. জাবর কাটা বন্ধ হয়ে যায়
তড়কা রোগের বৈশিষ্ট্য-
i. পশু খিচুনি দিয়ে মারা যায়
ii. শরীরের তাপমাত্রা ১০৪-১০৬° সে.
iii. ব্যাকটেরিয়া দ্বারা রোগ সৃষ্টি হয়।
মহিষের গোয়ালঘর কত ধরনের হয়ে থাকে?
মহেশ তার এক-সারি বিশিষ্ট বদ্ধ গোেয়ল ঘরে ৩টি মহিষের জন্য কত সেমি জায়গা রাখবেন?
কোন জাতের পশুকে ব্যাক ক্রসিং করানো হয়?
কত শতাংশ পশুর ক্ষেত্রে কৃত্রিম প্রজনন করা হয়?
কৃত্রিম প্রজননের দক্ষতা প্রাকৃতিক প্রজননের তুলনায় কতগুণে বেশি?
পশু সম্পদের স্বল্পতার কারণে-
i. পরিবহনে ব্যবহার করা যাচ্ছে না
ii. পরিকল্পনা করা যাচ্ছে না
iii. কৃষিকাজে সমস্যা হচ্ছে
গাভির অকাল গর্ভপাত হয় কোন রোগের কারণে?
পশু গর্ভবতী হওয়ার লক্ষণ কয়ভাগে পরিলক্ষিত হয়?
কতমাস পর গর্ভবতী গাভির বাচ্চার নড়াচড়া বোঝা যায়?
গর্ভকালের কতমাস বয়স পর্যন্ত গাভির খাদ্য পরিচর্যা, দুধদোহন স্বাভাবিকভাবে করতে হয়?
কখন গাভিকে শুকনো খাদ্য কমিয়ে কাঁচা ঘাস ও নরম খাদ্য দিতে হবে?
একটি গর্ভবতী গাভিকে দৈনিক কত কেজি কাঁচা ঘাস প্রদান করা উচিত?
নিচের কোন রোগটি গর্ভবতী গাভির বেশি হয়ে থাকে?
প্রসবের কত ঘন্টার মধ্যে গর্ভফুল না পড়লে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত?
গাভির বাচ্চা প্রসবের পর কতভাগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করে পরিষ্কার করা উচিত?
একটি দুগ্ধ উৎপাদন খামারে অন্তত কতদিনের খাদ্য মজুদ রাখতে হয়?
দুগ্ধ খামারের আবর্তক ব্যয় কোনটি?
দোহনের সময়-
i. দুই জন ব্যক্তি থাকতে হবে
ii. রোগজীবাণু পরিষ্কার করতে হবে
iii. গরম পানি দিয়ে ওলান ধুতে হবে
গাভির অকাল গর্ভপাত ঘটে -
i. দুধজ্বরে
ii. ওলান প্রদাহে
iii. জরায়ুর প্রদাহে
গাভির গর্ভসঞ্চারণের বাহ্যিক লক্ষণ হলো-
i. পেটের ডানপার্শ্বে ফুলে উঠে
ii. ওলান বড় হতে থাকে
iii. যোনিমুখ শক্ত হয়ে যায়
গর্ভবতী গাভির কিটোসিস রোগ হলে-
i. বাঁট দিয়ে আঠালো পদার্থ বের হয়
ii. কোষ্ঠকাঠিন্য দেখা দেয়
iii. গাভি দাঁড়িয়ে চারদিকে ঘুরতে থাকে
গাভি বাছুর প্রসবের পরপর -
i. বাছুরকে গোসল করাতে হবে
ii. বাছুরের মুখে 'ফু' দিতে হবে
iii. গাভিকে বাছুর চাটতে দিতে হবে
দুধজ্বর হলে -
i. প্রচুর ঘাস দিতে হবে
ii. খনিজ মিশ্রণ খাওয়াতে হবে
iii. ক্যালসিয়াম বন্ধ করতে হবে
গাভির শরীরে বিদ্যমান পরজীবী কোনটি?
করিম তার বাড়িতে দুগ্ধবতী গাভিকে প্রদান করার জন্য ১০ কেজি দানাদার খাদ্য তৈরি করল। সে এতে কত কেজি তিলের খৈল মিশাবে?
একটি ফ্রিজিয়ান গাভি প্রতিদিন ১৪ লিটার দুধ দেয়। এটিকে প্রতিদিন কত কেজি দানাদার খাদ্য প্রদান করতে হবে?
একটি দুগ্ধ উৎপাদনকারী গাভিকে সর্বোচ্চ কত কেজি দানাদার খাদ্য প্রদান করা যাবে?
দুগ্ধ প্রদানকারী একটি গাভি হঠাৎ জিহ্বা বের করে এবং পাতলা পায়খানা শুরু করে। গাভিটির কোন রোগে এমন হয়েছিল?
দুধজ্বর হলে গাভিকে নিচের কোন ওষুধটি প্রয়োগ করা যেতে পারে?
৫ লিটার অতিরিক্ত দুধ উৎপাদনের জন্য গাভিকে কী পরিমাণ বাড়তি দানাদার খাদ্য দিতে হবে?
ব্রাশের মাধ্যমে পশুর দেহের ময়লা পরিষ্কার করাকে কী বলে?
গবাদিপশুর বাচ্চা প্রসবের পর কোন রোগ হয়?
গাভিকে দুধ দোহনের পূর্বে-
i. ওলান পরিষ্কার করতে হবে
ii. বাঁট পরিষ্কার করতে হবে
iii. দেহের পিছনের অংশ পরিষ্কার করতে হবে
ওলান প্রদাহের জন্য দায়ী জীবাণু হলো-
i. Escherichia coli
ii. Corynebacterium bovis
iii. Clostridium
গাভির ওলান প্রদাহ হলে-
i. ওলান চুপসে যায়
ii. দেহের তাপমাত্রা বেড়ে যায়
iii. দুধ ছানার মতো হয়ে যায়
গাভি বাচ্চা প্রসবের পরে কত দিন শাল দুধ দিয়ে থাকে?
বাছুরকে কতমাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হয়?
দুধের তাপমাত্রা ৬০° ফা. এর বেশি অথবা কম হলে কত যোগ অথবা বিয়োগ করতে হয়?
৬৫°সে. তাপমাত্রায় দুধের ল্যাকটোমিটার রিডিং ৩০ হলে আপেক্ষিক গুরুত্ব কত হবে?
আপেক্ষিক গুরুত্ব এর মান কত এর নিচে হলে ধরে নিতে হবে যে এতে পানি মেশানো হয়েছে?
দুধে ব্যাকটেরিয়ার পরিমাণ বের করার জন্য কোন পরীক্ষা করা হয়?
দুধে ল্যাকটিক এসিড এর পরিমাণ বের করা হয় কোন পরীক্ষার মাধ্যমে?
দুধে সাধারণত কী পরিমাণ ল্যাকটিক এসিড থাকে?
দুধের প্রোটিন ভেঙে গিয়ে কোন পদার্থটি তৈরি করে?
ফেরিক ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক এসিড দ্বারা তৈরি রিয়েজেন্ট দ্বারা দুধের কোন দ্রব্যের/দ্রাবণের উপস্থিতি নির্ণয় করা হয়?
স্বাভাবিক দুধের আপেক্ষিক গুরুত্ব কত?